Ajker Patrika

আইইবির নির্বাহী কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, আইইবির নির্বাহী কমিটি হিসেবে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে তদমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হলো। এই কমিটির কোনো পদ যাতে কেউ দখল করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় তাঁকে সহযোগিতা করেন আইনজীবী প্রিন্স আল মাসুদ, তাওফীক ফাহমী ও এমানুল হক চৌধুরী।

এর আগে গত ১২ নভেম্বর প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রউফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর গত ১৯ নভেম্বর বিবাদীদের প্রতি পাঁচ কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলের জন্য কারণ দর্শানোর আদেশ দেন বিচারক।

মামলার বিবাদীরা হলেন—প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রিজু), খান মনজুর মোরশেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এ. টি. এম তানভীরুল উল হাসান (তমাল), মো. সাব্বির মোস্তফা খান, মোহাম্মদ মাহবুব আলম, মো. নুর আমিন, সাব্বির আহমেদ ওসমানী, আহসানুল রাসেল, মো. হেলাল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুল ইসলাম, কে এম আসাদুজ্জামান ও আলমগীর হাসিন আহমেদ।

বাদী আরজিতে উল্লেখ করেন, মামলার বিবাদীরা পরস্পর যোগসাজশে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এইবি) ব্যানারে গত ২৩ অক্টোবর দৈনিক কালবেলা পত্রিকায় ২,৬ এবং ১৫ নম্বর বিবাদীর স্বাক্ষরে একটি একদিনের বিজ্ঞপ্তি প্রচার করে। গত ২৪ অক্টোবর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সাধারণ সভা অনুষ্ঠিত হবে মর্মে উল্লেখ করে অত্র ১৪ জনের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটি ঘোষণা করে, যা বেআইনি এবং গঠনতন্ত্র পরিপন্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত