নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধভাবে চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চাল মজুতকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারা দেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়টি মনিটর করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে।
অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা এই কাজ করছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। আওয়ামী লীগের হলেও তারা ছাড় পাবে না।’
চাল সরবরাহের কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বাড়তে থাকায় সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সারা দেশেই অভিযান পরিচালনা শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ছয়টি বড় গ্রুপ কোম্পানি অবৈধভাবে চালের মজুত করছে বলে প্রমাণ পাওয়া গেছে।
চাল মজুতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেসব ব্যবসায়ী অভিযানের ভয়ে পালিয়ে যাচ্ছে দোকান রেখে, তারা পালিয়েও পার পাবে না। এই অভিযানের পর চালের দাম কমে আসবে।
এদিকে, অতিবৃষ্টি ও বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে জানানোর জন্য প্রত্যেক জেলা প্রশাসককে সাত দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই সম্পর্কিত আরও পড়ুন:
অবৈধভাবে চাল মজুতকারীরা আওয়ামী লীগের হলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চাল মজুতকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারা দেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়টি মনিটর করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে।
অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা এই কাজ করছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। আওয়ামী লীগের হলেও তারা ছাড় পাবে না।’
চাল সরবরাহের কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বাড়তে থাকায় সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সারা দেশেই অভিযান পরিচালনা শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ছয়টি বড় গ্রুপ কোম্পানি অবৈধভাবে চালের মজুত করছে বলে প্রমাণ পাওয়া গেছে।
চাল মজুতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেসব ব্যবসায়ী অভিযানের ভয়ে পালিয়ে যাচ্ছে দোকান রেখে, তারা পালিয়েও পার পাবে না। এই অভিযানের পর চালের দাম কমে আসবে।
এদিকে, অতিবৃষ্টি ও বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে জানানোর জন্য প্রত্যেক জেলা প্রশাসককে সাত দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই সম্পর্কিত আরও পড়ুন:
সমালোচনার মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাঁদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল রাখছে সরকার।
২ ঘণ্টা আগেজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না...
৭ ঘণ্টা আগেসরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...
৭ ঘণ্টা আগেজাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর...
৭ ঘণ্টা আগে