নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর।
কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’
রমজানের শুরুতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাছ, মাংসসহ ২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। গত কয়েক দিন বেগুন, লাউসহ কিছু সবজি কৃষক পর্যায়ে দাম তলানিতে থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।
সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।
আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পিডি মো. শাহ কামাল খান। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রীর নাম ‘আব্দুর সবুর’ বলে উল্লেখ করেন।
বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর।
কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’
রমজানের শুরুতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাছ, মাংসসহ ২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। গত কয়েক দিন বেগুন, লাউসহ কিছু সবজি কৃষক পর্যায়ে দাম তলানিতে থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।
সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।
আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পিডি মো. শাহ কামাল খান। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রীর নাম ‘আব্দুর সবুর’ বলে উল্লেখ করেন।
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
১০ মিনিট আগে‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
৩৬ মিনিট আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগে