Ajker Patrika

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

অনলাইন ডেস্ক
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের যুগ্ম সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতিপূর্বে বেসরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসা গ্রহণ করেছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে হবে। সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে প্রেরণ করবেন। সেল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে।’

এ ছাড়া ইতিমধ্যে যাঁরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুথানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবেদন ফরম গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত