Ajker Patrika

জাতীয় সম্প্রচার কমিশন গঠনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকারের জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কামরুল ইসলাম। আদেশের বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী সম্প্রচার কমিশন গঠন এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ মিনিট বিজ্ঞাপন প্রচারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, প্রতিটি রাষ্ট্রে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের নীতিমালা অনুমোদিত আছে। যা দ্বারা সম্প্রচারের সময়সীমা অর্থাৎ অনুষ্ঠান, সংবাদ, নাটক, আলোচনা ইত্যাদির মধ্যে প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের জন্য সময় নির্ধারণ করা আছে। বাংলাদেশে সম্প্রচার নীতিমালা থাকলেও বিজ্ঞাপন প্রচারের সময়সীমা সুনির্দিষ্ট করা নেই। ফলে অতিরিক্ত সময় বিজ্ঞাপন প্রচারের কারণে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার পরিবর্তে দর্শক-শ্রোতাদের মধ্যে বিরক্তির সৃষ্টি হচ্ছে।

আইনজীবী আরও বলেন, ‘আমরা কোর্টকে বলেছি বিশ্বের বিভিন্ন দেশে ঘণ্টায় ৭-৮ মিনিট বিজ্ঞাপন প্রচার করা হয়। দর্শক-শ্রোতার অভিযোগ শোনার জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করার কথা। তবে নীতিমালায় থাকলেও দেশে ওই ধরনের কোনো কমিশন গঠন করা হয়নি। আদালত রুল জারি করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত