নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন।
তলবের পরিপ্রেক্ষিতে আজ আদালতে হাজির হয়ে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান নিঃশর্ত ক্ষমা চান। এ সময় হাইকোর্ট তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আদালতের আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে। মেয়রকে বরখাস্তের স্থগিতাদেশ তো আগেই পেয়েছেন। তাহলে ব্যাংকে চিঠি দিয়ে হুমকি দিলেন কেন? এগুলো ভালো লক্ষণ না। আপনি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা, হুমকি দেওয়া না।’
এ সময় কাজী ফিরোজ হাসান বলেন, ছয় মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পাওয়ায় ব্যাংকে নোটিশ দিয়েছিলেন। আদালত বলেন, তার জন্য তো আপনিই দায়ী। চার-পাঁচ মাস ধরে ক্ষমতা দখল করে আছেন। আপনি কি মেয়র? আপনার কথায় ব্যাংক টাকা দেবে? আপনার কারণে কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। সেই সঙ্গে মেয়র তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন।
জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাজকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। পরে সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তাজকিন আহমেদ। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষ আবেদন করলেও ১৪ জুন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এদিকে হাইকোর্টের স্থগিতাদেশের পর তাজকিন আহমেদ দায়িত্ব বুঝে নিতে গেলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান তাঁকে লাঞ্ছিত করেন। পরে তিনি হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১ জুন কাজী ফিরোজ হাসানকে ৬ জুনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন। এরপরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বিষয়টি নজরে আনলে ১২ জুন আদালত তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব পালন করে যেতে মৌখিক আদেশ দেন।
মেয়রের আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের পর প্যানেল মেয়রের সঙ্গে সিটি ব্যাংক শাখা পৌরসভার লেনদেনে অপারগতা প্রকাশ করে। তখন প্যানেল মেয়র সাতক্ষীরায় সিটি ব্যাংকের ট্রেড লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে কারণ দর্শাতে নোটিশ দেন। নোটিশ পেয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ রিটে পক্ষভুক্ত হন। পরে হাইকোর্ট কাজী ফিরোজ হাসানকে তলব করেন। নির্দেশ অনুযায়ী আজ প্যানেল মেয়র হাজির হয়ে ক্ষমা চান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন।
তলবের পরিপ্রেক্ষিতে আজ আদালতে হাজির হয়ে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান নিঃশর্ত ক্ষমা চান। এ সময় হাইকোর্ট তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আদালতের আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে। মেয়রকে বরখাস্তের স্থগিতাদেশ তো আগেই পেয়েছেন। তাহলে ব্যাংকে চিঠি দিয়ে হুমকি দিলেন কেন? এগুলো ভালো লক্ষণ না। আপনি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা, হুমকি দেওয়া না।’
এ সময় কাজী ফিরোজ হাসান বলেন, ছয় মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পাওয়ায় ব্যাংকে নোটিশ দিয়েছিলেন। আদালত বলেন, তার জন্য তো আপনিই দায়ী। চার-পাঁচ মাস ধরে ক্ষমতা দখল করে আছেন। আপনি কি মেয়র? আপনার কথায় ব্যাংক টাকা দেবে? আপনার কারণে কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। সেই সঙ্গে মেয়র তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন।
জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাজকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। পরে সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তাজকিন আহমেদ। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষ আবেদন করলেও ১৪ জুন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এদিকে হাইকোর্টের স্থগিতাদেশের পর তাজকিন আহমেদ দায়িত্ব বুঝে নিতে গেলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান তাঁকে লাঞ্ছিত করেন। পরে তিনি হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১ জুন কাজী ফিরোজ হাসানকে ৬ জুনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন। এরপরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বিষয়টি নজরে আনলে ১২ জুন আদালত তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব পালন করে যেতে মৌখিক আদেশ দেন।
মেয়রের আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের পর প্যানেল মেয়রের সঙ্গে সিটি ব্যাংক শাখা পৌরসভার লেনদেনে অপারগতা প্রকাশ করে। তখন প্যানেল মেয়র সাতক্ষীরায় সিটি ব্যাংকের ট্রেড লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে কারণ দর্শাতে নোটিশ দেন। নোটিশ পেয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ রিটে পক্ষভুক্ত হন। পরে হাইকোর্ট কাজী ফিরোজ হাসানকে তলব করেন। নির্দেশ অনুযায়ী আজ প্যানেল মেয়র হাজির হয়ে ক্ষমা চান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভাষাসৈনিক আহমদ রফিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
৬ মিনিট আগেছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার ভারসাম্য আনার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায় এসেছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য ও ভিন্নমত তৈরি হয়েছে, তা ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার গতিপথ নিয়ে নানা প্রশ্নের...
১ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার এই ১৮ কর্মকর্তাকে ‘কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে’ সাময়িক বরখাস্ত করার কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেএক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল...
১১ ঘণ্টা আগে