ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘হজের বিমান ভাড়া নিয়ে কথা হচ্ছে বেশি। করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং হজ যাত্রীদের ফ্লাইট ডেডিকেটেড হওয়ায় বিমানে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়। হাব থেকেও টেকনিক্যাল কমিটি গঠন করে বিমান ভাড়া নির্ধারণ করার দাবি উঠেছে। তাই আগামী বছর হজ প্যাকেজ নির্ধারণের আগে ভাড়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব।’
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে হজ সংক্রান্ত নিউজ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) উদ্যোগে ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে অন্য বক্তারা বলেন, এবারের হজ প্যাকেজে বাড়তি মূল্য ধরায় জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। যা সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রায় সাত লাখ টাকার প্যাকেজে অন্তত এক লাখ টাকা কমালে সরকারে ভাবমূর্তি উজ্জ্বল হবে।
আরআরএফের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমেদ সরদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি ও দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরআরএফের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু।
হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজ প্যাকেজ নিয়ে অসন্তোষ আছে। হজের খরচ বাংলাদেশ সৌদি অংশে নির্ধারণ হয়। সৌদি অংশের খরচ সব দেশের জন্য সমান। কিন্তু বাংলাদেশের অংশে খরচ বেশি হওয়ার অন্যতম কারণ বেশি বিমান ভাড়া। আমাদের দাবি ছিল হজের বিমান ভাড়া নির্ধারণ করার জন্য টেকনিক্যাল কমিটি গঠন করার। এটা করতে পারলে বিমানের সঠিক ভাড়া নির্ধারণ করা সম্ভব হতো। বিমান ভাড়া কমলে হজ খরচ কমবে। বিমান ভাড়া কমানোর জন্য সব জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি। আশা করছি তিনি মানবিক কারণে এটা দেখবেন। বিমান ২০২১ ও ২০২২ সালে করোনাও ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ায়। এবার কেন বিমান ভাড়া বাড়াল। সে ব্যাপারে তাঁদের কোনো উত্তর নেই।’
এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সঙ্গে বিমান ভাড়া নির্ধারণে অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাবও করেছে হাব।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘হজের বিমান ভাড়া নিয়ে কথা হচ্ছে বেশি। করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং হজ যাত্রীদের ফ্লাইট ডেডিকেটেড হওয়ায় বিমানে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়। হাব থেকেও টেকনিক্যাল কমিটি গঠন করে বিমান ভাড়া নির্ধারণ করার দাবি উঠেছে। তাই আগামী বছর হজ প্যাকেজ নির্ধারণের আগে ভাড়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব।’
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে হজ সংক্রান্ত নিউজ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) উদ্যোগে ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে অন্য বক্তারা বলেন, এবারের হজ প্যাকেজে বাড়তি মূল্য ধরায় জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। যা সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রায় সাত লাখ টাকার প্যাকেজে অন্তত এক লাখ টাকা কমালে সরকারে ভাবমূর্তি উজ্জ্বল হবে।
আরআরএফের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমেদ সরদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি ও দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরআরএফের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু।
হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজ প্যাকেজ নিয়ে অসন্তোষ আছে। হজের খরচ বাংলাদেশ সৌদি অংশে নির্ধারণ হয়। সৌদি অংশের খরচ সব দেশের জন্য সমান। কিন্তু বাংলাদেশের অংশে খরচ বেশি হওয়ার অন্যতম কারণ বেশি বিমান ভাড়া। আমাদের দাবি ছিল হজের বিমান ভাড়া নির্ধারণ করার জন্য টেকনিক্যাল কমিটি গঠন করার। এটা করতে পারলে বিমানের সঠিক ভাড়া নির্ধারণ করা সম্ভব হতো। বিমান ভাড়া কমলে হজ খরচ কমবে। বিমান ভাড়া কমানোর জন্য সব জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি। আশা করছি তিনি মানবিক কারণে এটা দেখবেন। বিমান ২০২১ ও ২০২২ সালে করোনাও ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ায়। এবার কেন বিমান ভাড়া বাড়াল। সে ব্যাপারে তাঁদের কোনো উত্তর নেই।’
এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সঙ্গে বিমান ভাড়া নির্ধারণে অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাবও করেছে হাব।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ শনিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে
৩ মিনিট আগেশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে আবরার ফাহাদ—কেবল এই অভিযোগেই তাকে পিটিয়ে হত্যা করেছে অভিযুক্তরা। কিন্তু কোনো বিবেকসম্পন্ন ব্যক্তিদের দ্বারা এমন নির্মম নির্যাতন ও অমানবিকভাবে কাউকে হত্যা করার যুক্তি হতে পারে না। যাদের (অভিযুক্তদের) বুয়েটের মেধাবী ছাত্র বলেও দাবি করা হয়। এই হত্যাকাণ্ড ছিল পূর্ব
৩৫ মিনিট আগেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে। এ ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত কেবিন ক্রুদের তালিকা চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে দুজনকে।
২ ঘণ্টা আগেশ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রস্তাব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মে দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে
২ ঘণ্টা আগে