Ajker Patrika

তিন জেলায় ১৪৯ কিলোমিটার সড়ক পানির নিচে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন জেলায় ১৪৯ কিলোমিটার সড়ক পানির নিচে 

বন্যার কারণে এখন পর্যন্ত তিন জেলার ১৪৮ দশমিক ৬০ কিলোমিটার সড়ক তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও শেরপুরের ১৬টি সড়ক। এর ফলে এসব অঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ শনিবার রাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বন্যা তথ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সিলেটে ৭টি, সুনামগঞ্জে ৮টি এবং শেরপুরে একটি মোট ১৬টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিলোমিটারের হিসেবে দেখে গেছে, সিলেটে আছে ৮০ দশমিক ৯০ কিলোমিটার, সুনামগঞ্জে ৬২ দশমিক ২০ কিলোমিটার এবং শেরপুরে সাড়ে ৫ কিলোমিটার মিলিয়ে মোট ১৪৮ দশমিক ৬০ কিলোমিটার। মোট সড়কের মধ্যে আঞ্চলিক ৪টা মহাসড়ক আছে যা ২৯ দশমিক ২৫ কিলোমিটার এবং ১২টি জেলা মহাসড়ক আছে যা ১১৯ দশমিক ৩৫ কিলোমিটার। 

বন্যায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে যে ধরনের ক্ষতি হয়েছে সেই বিষয়ে সওজ জানিয়েছে, সড়কের কোথাও কোথাও পানির নিচে তলিয়ে গেছে, কোথাও সড়কের মাটি ধসে গেছে। কোথাও আবার সড়কের বাঁধ ধসে গেছে। তবে এর ফলে আর্থিকভাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাবে না। বন্যার পানি নেমে গেলে বোঝা যাবে সড়ক মেরামত করতে কী পরিমাণ টাকা লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত