Ajker Patrika

দুদকের মামলায় সাহেদের জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০৩
দুদকের মামলায় সাহেদের জামিন 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সাহেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চ ছয় মাসের জামিন দেন।
 
দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম ও সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

আমিনুল ইসলাম বলেন, অস্ত্র আইনের মামলায় জামিন না হওয়ায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। ৪ সেপ্টেম্বর এ মামলায় তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর জরিমানা স্থগিত করা হয়।

এর আগে গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাহেদকে তিন বছর কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন। ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় ২০২০ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত