Ajker Patrika

৬০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ল পোশাক শ্রমিকেরা, যান চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০২: ৪৬
৬০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ল পোশাক শ্রমিকেরা, যান চলাচল শুরু

সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকেরা প্রায় ৬০ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ার পর আজ রাত সাড়ে ১০টার পর যানবাহন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।

তিনি আরও জানান, দুপুরে শ্রম সচিবের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঢাকায় যান। তারা শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহারে ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী রোববারের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকী বকেয়া নভেম্বরের মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন।

এর আগে, শ্রম সচিব দুপুর ১টার দিকে, একই আশ্বাস মোবাইল ফোনে দেওয়ার পর শ্রমিকেরা ২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু তার এক ঘণ্টা পর ৩টার দিকে তারা পুনরায় ওই মহাসড়ক অবরোধ করে। তারপর থেকে দ্বিতীয়বার অবরোধ প্রত্যাহারের ঘোষণার আগ পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত