কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
টিকা কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিভিচ মান্তিৎস্কি।
আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, আমরা রূপপুরে পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশে গ্যাস উত্তোলনে আমরা কাজ করছি। গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমবর্ধমান। আমার কাজ হচ্ছে এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
রাষ্ট্রদূত হিসেবে সম্পর্কের অগ্রাধিকার বিষয়টি জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া।
বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রাশিয়া থেকে করোনার টিকা নিয়ে কোনো হালনাগাদ তথ্য রয়েছে কি–না? এর উত্তরে রাষ্ট্রদূত আলেকসান্দর বলেন, এখনও বলার মতো কিছু হয়নি। আলোচনা চলছে। এখনও জানি না এর ফল কী এসেছে। তবে বাংলাদেশ টিকা পাবে। তবে এটি বলা সম্ভব নয় কবে সেই টিকা পাবে।
নীতিগত ভাবে রাশিয়া কি বাংলাদেশকে টিকা দিতে সম্মত? এর উত্তরে তিনি বলেন, কেনার মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে টিকা পাবে।
টিকা কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিভিচ মান্তিৎস্কি।
আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি।
রুশ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, আমরা রূপপুরে পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশে গ্যাস উত্তোলনে আমরা কাজ করছি। গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমবর্ধমান। আমার কাজ হচ্ছে এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
রাষ্ট্রদূত হিসেবে সম্পর্কের অগ্রাধিকার বিষয়টি জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া।
বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রাশিয়া থেকে করোনার টিকা নিয়ে কোনো হালনাগাদ তথ্য রয়েছে কি–না? এর উত্তরে রাষ্ট্রদূত আলেকসান্দর বলেন, এখনও বলার মতো কিছু হয়নি। আলোচনা চলছে। এখনও জানি না এর ফল কী এসেছে। তবে বাংলাদেশ টিকা পাবে। তবে এটি বলা সম্ভব নয় কবে সেই টিকা পাবে।
নীতিগত ভাবে রাশিয়া কি বাংলাদেশকে টিকা দিতে সম্মত? এর উত্তরে তিনি বলেন, কেনার মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে টিকা পাবে।
সমালোচনার মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাঁদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল রাখছে সরকার।
৩৪ মিনিট আগেজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না...
৬ ঘণ্টা আগেসরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...
৬ ঘণ্টা আগেজাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর...
৬ ঘণ্টা আগে