Ajker Patrika

‘রাশিয়ার টিকা নিয়ে আলোচনার অগ্রগতি উল্লেখযোগ্য নয়’

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
‘রাশিয়ার টিকা নিয়ে আলোচনার অগ্রগতি উল্লেখযোগ্য নয়’

টিকা কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিভিচ মান্তিৎস্কি।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রুশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি। 

রুশ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। 

তিনি বলেন, আমরা রূপপুরে পরমাণু বিদুৎকেন্দ্র নির্মাণ করছি। বাংলাদেশে গ্যাস উত্তোলনে আমরা কাজ করছি। গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। আর এ বাণিজ্য ক্রমবর্ধমান। আমার কাজ হচ্ছে এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

রাষ্ট্রদূত হিসেবে সম্পর্কের অগ্রাধিকার বিষয়টি জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। 

বৈঠকে করোনার টিকা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। 

রাশিয়া থেকে করোনার টিকা নিয়ে কোনো হালনাগাদ তথ্য রয়েছে কি–না? এর উত্তরে রাষ্ট্রদূত আলেকসান্দর বলেন, এখনও বলার মতো কিছু হয়নি। আলোচনা চলছে। এখনও জানি না এর ফল কী এসেছে। তবে বাংলাদেশ টিকা পাবে। তবে এটি বলা সম্ভব নয় কবে সেই টিকা পাবে। 

নীতিগত ভাবে রাশিয়া কি বাংলাদেশকে টিকা দিতে সম্মত? এর উত্তরে তিনি বলেন, কেনার মাধ্যমে বাংলাদেশ রাশিয়া থেকে টিকা পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত