কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালে বিদ্রোহ করেছিলেন (ডি ফ্যাক্টো) ৬৫ জন কূটনীতিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে সাড়া দিয়েছিলেন তাঁরা।
আজ সোমবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ৬৫ জন কূটনীতিক তাঁদের জীবন বাজি রেখে বিদ্রোহ করেছিলেন এবং দেশের প্রতি তাঁদের দায়িত্ব পালন করেছেন। পরে আরও ২২ জন কূটনীতিক পদত্যাগ করেন। এতে তৎকালীন পাকিস্তান সরকার বেকায়দায় পড়ে। এর ফলে পাকিস্তান সরকারের ওপর বহির্বিশ্ব থেকে ব্যাপক চাপ তৈরি হয়।’
একে আবদুল মোমেন বলেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এই দিনটি ছিল আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের।’
বিদেশে কূটনীতিকদের তৎপরতাই বিশ্বজনমত গঠনে বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেসব কূটনীতিকদের বড় আয়োজনের মাধ্যমে স্মরণ করার পাশাপাশি তাঁদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই।’
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন তরুণ বাঙালি কর্মকর্তাদের প্রলোভন দেখিয়েও পাকিস্তানের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। এমন এক পরিস্থিতিতে তাঁরা কীভাবে দৃঢ় ছিলেন সেটাই আমাকে ভাবিয়ে তোলে।’
শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাধীনতা যুদ্ধে কূটনীতিকদের বিদেশে তৎপরতার অবদান উল্লেখ করে বলেন, ‘তাঁদের মহান ভূমিকার জন্যই আজ আমরা কূটনৈতিক রেডিমেড প্ল্যাটফর্ম পেয়েছি। তাই আমরা তাঁদের অবদানকে স্মরণে রাখতে চাই।’
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবীন কর্মকর্তাদের উদ্দেশে সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের স্বাধীনতাটা ছিল একটি জনযুদ্ধ। সেদিন আমাদের তিনজন রাষ্ট্রদূত পাকিস্তান সরকারের বিরুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এই তিনজন রাষ্ট্রদূতের মধ্যে একজন স্বাধীনতা পদক পেলেও তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। কারণ, তাঁর কাছে তো মুক্তিযোদ্ধার সনদ নেই। বিদেশে বাংলাদেশের দূত হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে গেলেও তাঁকে স্বীকৃতি দেওয়া হয়নি।’
বীরশ্রেষ্ঠ, বীর উত্তমদের তো মুক্তিযোদ্ধার সনদ দরকার হয় না, তাহলে বিদেশের মাটিতে দেশের হয়ে যারা দেশের জন্য যারা যুদ্ধটা চালিয়ে গেলেন তাঁদের কেন গেজেটভুক্ত হতে সনদ দরকার হবে? প্রশ্ন রাখেন মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন কূটনীতিকেরা।
১৯৭১ সালে বিদ্রোহ করেছিলেন (ডি ফ্যাক্টো) ৬৫ জন কূটনীতিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে সাড়া দিয়েছিলেন তাঁরা।
আজ সোমবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ৬৫ জন কূটনীতিক তাঁদের জীবন বাজি রেখে বিদ্রোহ করেছিলেন এবং দেশের প্রতি তাঁদের দায়িত্ব পালন করেছেন। পরে আরও ২২ জন কূটনীতিক পদত্যাগ করেন। এতে তৎকালীন পাকিস্তান সরকার বেকায়দায় পড়ে। এর ফলে পাকিস্তান সরকারের ওপর বহির্বিশ্ব থেকে ব্যাপক চাপ তৈরি হয়।’
একে আবদুল মোমেন বলেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এই দিনটি ছিল আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের।’
বিদেশে কূটনীতিকদের তৎপরতাই বিশ্বজনমত গঠনে বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেসব কূটনীতিকদের বড় আয়োজনের মাধ্যমে স্মরণ করার পাশাপাশি তাঁদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই।’
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন তরুণ বাঙালি কর্মকর্তাদের প্রলোভন দেখিয়েও পাকিস্তানের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। এমন এক পরিস্থিতিতে তাঁরা কীভাবে দৃঢ় ছিলেন সেটাই আমাকে ভাবিয়ে তোলে।’
শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাধীনতা যুদ্ধে কূটনীতিকদের বিদেশে তৎপরতার অবদান উল্লেখ করে বলেন, ‘তাঁদের মহান ভূমিকার জন্যই আজ আমরা কূটনৈতিক রেডিমেড প্ল্যাটফর্ম পেয়েছি। তাই আমরা তাঁদের অবদানকে স্মরণে রাখতে চাই।’
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবীন কর্মকর্তাদের উদ্দেশে সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের স্বাধীনতাটা ছিল একটি জনযুদ্ধ। সেদিন আমাদের তিনজন রাষ্ট্রদূত পাকিস্তান সরকারের বিরুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধে তাঁদের বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এই তিনজন রাষ্ট্রদূতের মধ্যে একজন স্বাধীনতা পদক পেলেও তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। কারণ, তাঁর কাছে তো মুক্তিযোদ্ধার সনদ নেই। বিদেশে বাংলাদেশের দূত হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে গেলেও তাঁকে স্বীকৃতি দেওয়া হয়নি।’
বীরশ্রেষ্ঠ, বীর উত্তমদের তো মুক্তিযোদ্ধার সনদ দরকার হয় না, তাহলে বিদেশের মাটিতে দেশের হয়ে যারা দেশের জন্য যারা যুদ্ধটা চালিয়ে গেলেন তাঁদের কেন গেজেটভুক্ত হতে সনদ দরকার হবে? প্রশ্ন রাখেন মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন কূটনীতিকেরা।
আপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
৩ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
৩ ঘণ্টা আগেঅর্থনীতিবিদ ড. আবুল বারকাতের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবীসহ ১২২ জন নাগরিক। তাঁরা মনে করেন, আবুল বারকাতকে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান তাঁরা।
৪ ঘণ্টা আগে