শহীদুল ইসলাম, ঢাকা
প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে এবং প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একাধিক বিয়ের ওপর ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন যে কর আরোপ করেছিল তা বাতিল করেছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষক উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল। মন্ত্রণালয় এই অযৌক্তি কর আরোপ বাতিল করেছে।’
বিয়ের কোন কর বাতিল করা হয়েছে সংবাদ সম্মেলনে তা জানাননি আইন উপদেষ্টা। তবে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মানুষের জন্য ২০১৬ সালে এই কর আরোপ করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০ (৪) এবং মিউনিসিপাল করপোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ এর ৫০ ধারা অনুযায়ী এই কর আদায়ের ঘোষণাও দিয়েছিল।
ওই কর তফিসিল অনুযায়ী, প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে। আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
তবে স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে। এর পাশাপাশি প্রতিটি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা হারে কর দিতে হবে।
বিয়ের কর বাতিলের সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, একজন সাংবাদিকের এই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, বিয়ের ট্যাক্সে আজকে (মঙ্গলবার) সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।
আসিফ নজরুল বলেন, বিয়ের ফরমে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমার্যাদাকর শব্দ। সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোটো ছোটো অনেক কাজ করেছি। আরও অনেক কাজ করার চিন্তা আছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আলেম সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিক বিয়ের ওপর কর আরোপের বিষয়ে আপত্তি আসে। এই কর বাতিলের দাবিতে আইন উপদেষ্টাকে লিখিত আবেদনও দেন তারা।
‘আলেমদের যুক্তি ছিল ইসলামী শরিয়া অনুযায়ী একজন সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে। সেক্ষেত্রে একাধিক বিয়ের ওপর কর আরোপ করা ইসলামের শরিয়ার পরিপন্থী।’
প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে এবং প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একাধিক বিয়ের ওপর ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন যে কর আরোপ করেছিল তা বাতিল করেছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষক উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল। মন্ত্রণালয় এই অযৌক্তি কর আরোপ বাতিল করেছে।’
বিয়ের কোন কর বাতিল করা হয়েছে সংবাদ সম্মেলনে তা জানাননি আইন উপদেষ্টা। তবে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মানুষের জন্য ২০১৬ সালে এই কর আরোপ করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০ (৪) এবং মিউনিসিপাল করপোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ এর ৫০ ধারা অনুযায়ী এই কর আদায়ের ঘোষণাও দিয়েছিল।
ওই কর তফিসিল অনুযায়ী, প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে। আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
তবে স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে। এর পাশাপাশি প্রতিটি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা হারে কর দিতে হবে।
বিয়ের কর বাতিলের সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, একজন সাংবাদিকের এই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, বিয়ের ট্যাক্সে আজকে (মঙ্গলবার) সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।
আসিফ নজরুল বলেন, বিয়ের ফরমে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমার্যাদাকর শব্দ। সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোটো ছোটো অনেক কাজ করেছি। আরও অনেক কাজ করার চিন্তা আছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আলেম সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিক বিয়ের ওপর কর আরোপের বিষয়ে আপত্তি আসে। এই কর বাতিলের দাবিতে আইন উপদেষ্টাকে লিখিত আবেদনও দেন তারা।
‘আলেমদের যুক্তি ছিল ইসলামী শরিয়া অনুযায়ী একজন সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে। সেক্ষেত্রে একাধিক বিয়ের ওপর কর আরোপ করা ইসলামের শরিয়ার পরিপন্থী।’
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৭ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
২৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে