Ajker Patrika

পূজাকে কেন্দ্র করে অরাজকতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূজাকে কেন্দ্র করে অরাজকতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

দুর্গাপূজাকে কেন্দ্র করে কাউকে কোন অরাজকতা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সব ধরনের অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ কান খোলা রাখছে।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে এবারের পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দীর্ঘ ৩০ বছর ধরে এখানে পূজা উদ্‌যাপন হয়ে আসছে। ঢাকার মধ্যে অন্যতম ভালো মণ্ডপগুলোর মধ্যে এটি একটি।

প্রদীপ প্রোজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইসামী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুই দেশ আলাদা হলেও মানুষগুলোর রক্ত এক। যুগ যুগ ধরে দুই দেশের মধ্যে যে ভ্রাতৃত্ব ও বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়েছে তা সারা জীবন অটুট থাকবে। 

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা সব থেকে বড় উৎসব। এই উৎসব সবার। প্রতিবার যেভাবে নানা আমেজ নিয়ে দুর্গাপূজা পালন করা হয় এবারও তাই হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সাহা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে সনাতন সমাজ কল্যাণ সংঘ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত