Ajker Patrika

গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে তথ্য সংগ্রহ করছে সরকার

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি: বিএসএস
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি: বিএসএস

জুলাই-আগস্টের ইতিহাস সংরক্ষণের জন্য অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৭ অক্টোবরের এক অফিস আদেশ অনুযায়ী জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও তাদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণ-অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে।

গণ-অভ্যুত্থানকালীন গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ঘটনাবলির ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ জমাদানের আহ্বান জানিয়েছে বিশেষ সেল। তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভে ডাকযোগে বা সরাসরি হস্তান্তর করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত