Ajker Patrika

ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়

অনলাইন ডেস্ক
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

শারমীন মুরশিদ বলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো, মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।

তিনি আরও বলেন, ‘শিগগিরই এই কার্যালয় হবে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।’

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের অপরাধের তদন্ত হয় না জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়, তাঁরা যদি নিজেদের অপরাধের তদন্ত করে, সে তদন্ততো হয় না। নাগরিক সমাজ থেকে যখন তদন্ত করা হয়, অথবা সত্যটা যখন তুলে ধরা হয়, তখন তাঁদের ওপর নির্যাতন আসে এবং নানা চাপের মুখে থাকতে হয়। সেই কথাগুলো ব্যক্ত করা যায় না, রিপোর্টও করা যায় না।’

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, সরকারের দায়িত্ব মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। তাঁরা (মানবাধিকার পরিষদ) সহায়তামূলক অবস্থান থেকে এখানে এসেছেন।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত