Ajker Patrika

ট্রেনে ঈদযাত্রা: আজ মিলবে ২৫ মার্চের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০: ০০
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঈদে বাড়িমুখো মানুষের জন্য গতকাল শুক্রবার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও পুরো টিকিট বিক্রির প্রক্রিয়া অনলাইনে চলছে। গতকাল ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মধ্যে আজও উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা অনেক বেশি ছিল। সকাল সাড়ে ৮টার দিকে রেল সেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায় উত্তরাঞ্চলের বেশির ভাগ টিকিট শেষ।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ২৫ মার্চ বিকেল থেকে রাতের ট্রেনগুলোতে যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২৬ মার্চের টিকিটের চাহিদা অনেক বেশি থাকবে। তবে যাত্রীর তুলনায় টিকিটের সংখ্যা সীমিত হওয়ায়, সবার হাতে টিকিট তুলে দেওয়া সম্ভব হবে না।

আজ শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত