নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের নিম্ন আদালতে বিভিন্ন পর্যায়ের বিচারক পদে ৮২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অধস্তন আদালতে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১ হাজার ১২৮ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। ১৩তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৯-এর মাধ্যমে ১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক কার্যক্রম শেষ হয়েছে। মার্চের ৩ তারিখে সুপারিশকৃত প্রার্থীদের প্রাকপরিচয় যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। বর্তমানে সুপারিশকৃতদের প্রাকপরিচয় যাচাইয়ের কাজ চলছে।
মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এসব তথ্য জানান। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, মামলাজট হ্রাস করতে বিচারকের সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীও বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা মোতাবেক আইন ও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিচারকের সংখ্যা বৃদ্ধিতে সব সময় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
মন্ত্রী বলেন, ১৪তম বিজেএস পরীক্ষা গ্রহণের মাধ্যমে আরও ১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগ থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে চাহিদাপত্র পাঠােনা হলে তৎপ্রেক্ষিতে ইতিমধ্যে কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরোনো মামলাগুলো অধিকারভিত্তিক নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের একটি মনিটরিং সেল কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়নসহ আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র ও অসহায় জনগণকে আইনি সহায়তা প্রদানের জন্য সুপ্রিম কোর্টসহ ৬৪ জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে ১ লাখ ৭ হাজার ৯১ জন আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন জনগণকে আইনগত সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। ২০২০-২১ অর্থবছরে মোট বরাদ্দ ছিল ৫ কোটি টাকা। তার মধ্যে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা, অর্থাৎ মোট বরাদ্দের ৫০ দশমিক ৭৩ শতাংশ খরচ হয়েছে।
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনজন জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচারক সদ্য অবসরে গমন করায় বর্তমানে দেশের আদালতসমূহে জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের তিনটি পদ শূন্য রয়েছে। পদোন্নতিজনিত কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের একটি, যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ৫৬টি পদ এবং সহকারী জজ/সিনিয়র সহকারী জজের সমপর্যায়ের ২২টি পদ শূন্য রয়েছে। বর্তমান সরকার বিচারকদের জন্য নতুন পদ সৃজনে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৪৭টি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল, ২টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ৭টি সাইবার ট্রাইব্যুনাল,৭টি মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
দেশের নিম্ন আদালতে বিভিন্ন পর্যায়ের বিচারক পদে ৮২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অধস্তন আদালতে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১ হাজার ১২৮ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। ১৩তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৯-এর মাধ্যমে ১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক কার্যক্রম শেষ হয়েছে। মার্চের ৩ তারিখে সুপারিশকৃত প্রার্থীদের প্রাকপরিচয় যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। বর্তমানে সুপারিশকৃতদের প্রাকপরিচয় যাচাইয়ের কাজ চলছে।
মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এসব তথ্য জানান। নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, মামলাজট হ্রাস করতে বিচারকের সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীও বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা মোতাবেক আইন ও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিচারকের সংখ্যা বৃদ্ধিতে সব সময় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
মন্ত্রী বলেন, ১৪তম বিজেএস পরীক্ষা গ্রহণের মাধ্যমে আরও ১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগ থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে চাহিদাপত্র পাঠােনা হলে তৎপ্রেক্ষিতে ইতিমধ্যে কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরোনো মামলাগুলো অধিকারভিত্তিক নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের একটি মনিটরিং সেল কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়নসহ আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র ও অসহায় জনগণকে আইনি সহায়তা প্রদানের জন্য সুপ্রিম কোর্টসহ ৬৪ জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে ১ লাখ ৭ হাজার ৯১ জন আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন জনগণকে আইনগত সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। ২০২০-২১ অর্থবছরে মোট বরাদ্দ ছিল ৫ কোটি টাকা। তার মধ্যে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা, অর্থাৎ মোট বরাদ্দের ৫০ দশমিক ৭৩ শতাংশ খরচ হয়েছে।
ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনজন জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচারক সদ্য অবসরে গমন করায় বর্তমানে দেশের আদালতসমূহে জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের তিনটি পদ শূন্য রয়েছে। পদোন্নতিজনিত কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের একটি, যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের ৫৬টি পদ এবং সহকারী জজ/সিনিয়র সহকারী জজের সমপর্যায়ের ২২টি পদ শূন্য রয়েছে। বর্তমান সরকার বিচারকদের জন্য নতুন পদ সৃজনে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৪৭টি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল, ২টি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ৭টি সাইবার ট্রাইব্যুনাল,৭টি মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ চূড়ান্ত করা হবে।
২৮ মিনিট আগেসাবেক এমপির স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ চেয়ে দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম আবেদনে বলেন, নরসিংদীর বিভিন্ন মৌজায় আফরোজা সুলতানার জমি রয়েছে। তিনি অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আফরোজা সুলতানা এসব সম্পদ যেকোনো সময় বিক্রয়, হস্তান্তর ও স্থানান্তর করতে পারে
১ ঘণ্টা আগেদুদকের করা মামলার অভিযোগে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একাধিক কর্মকর্তার সহায়তায় ‘দ্য ডেলটা অ্যাকসেসরিজ লিমিটেড’ নামের প্রতিষ্ঠান ৯টি হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ টাকার ঋণ নেয়; সুদ, চার্জসহ যা ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্য
২ ঘণ্টা আগেবিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ে
২ ঘণ্টা আগে