Ajker Patrika

সার্চ কমিটি আইনের মতই: আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্চ কমিটি আইনের মতই: আইনমন্ত্রী 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আইন করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু করোনার কারণে সংসদ অধিবেশন বসছে না। তাই সার্চ কমিটি দিয়েই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটির বিষয়টি আইনের সমতুল্য নয়, তবে যেহেতু রাষ্ট্রপতি এটি করেছেন, সেহেতু আইনের মতই। আর ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই এ সময়ের মধ্যে আইন করা সম্ভব নয়। 

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। 

আইনমন্ত্রী বলেন, অপরাধ যদি বাংলাদেশের বাইরেও করা হয়, তাহলে তাঁরা বাংলাদেশে অপরাধ করেছেন বলে ধরা হবে। এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন আছে। এই আইনে অবশ্যই ব্যবস্থা নেওয়া যাবে। আর তাঁরা যেসব দেশে আছে সেখানেও আইনের আওতায় আনা সম্ভব। তাঁদের আইনের আওতায় আনার জন্য সবকিছু চিন্তা ভাবনা করা হচ্ছে। 

এ ছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের বিষয়ে কমিশন গঠনে কাজ শুরু হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত