Ajker Patrika

পটুয়াখালী-১ উপনির্বাচন ২৬ নভেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২: ৩২
পটুয়াখালী-১ উপনির্বাচন ২৬ নভেম্বর 

পটুয়াখালী-১ উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

ইসি সচিব বলেন, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। 

জাহাংগীর আলম বলেন, সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক। 

মধ্য নভেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এতে কোনো সমস্যা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘এটি একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আর সেটি হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। দুটি আলাদা বিষয়। তাই এতে সমস্যা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত