Ajker Patrika

নেপালে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নেপালে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ

নেপালে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে। আজ বৃহস্পতিবার সকালে পাঁচ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা। নেপাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ মেলায় এবার বাংলাদেশকে ‘কান্ট্রি পার্টনার’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
করোনা পরবর্তী প্রথমবারের মত আয়োজিত বিপুলসংখ্যক নেপালি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করছে। ছবি: সংগৃহীতবাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের গার্মেন্টস, সিরামিকস, হস্তশিল্প, পাট ও চামড়াজাত দ্রব্যের উৎপাদনকারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহ এ মেলায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে অধিকাংশই নারী উদ্যোক্তা। করোনা পরবর্তী প্রথমবারের মত আয়োজিত বিপুলসংখ্যক নেপালি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করছে। 

নেপাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাজেন্দ্র মাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত