নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৩২ মিনিট আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, চীন সব সময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু হিসেবে দুর্যোগ ও সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দ
৪ ঘণ্টা আগে