কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বসন্ত সংলাপের আয়োজন করে ঢাকার চীন দূতাবাস। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সংলাপ যৌথভাবে আয়োজন করে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ইউক্রেন সংকটে অঞ্চলে শান্তি স্থাপনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া চীনসহ বিশ্বের অনেক দেশের বেশ ভালো বন্ধু। তবে বর্তমানে প্রথমে সেখানে উত্তেজনা কমাতে হবে। দ্বিতীয়ত ভয়াবহ মানবিক সংকট তৈরি যাতে না হয় পক্ষগুলোকে সেই মোতাবেক কাজ করতে হবে। আর তৃতীয়ত এ সংকট তৈরি হওয়ার পেছনের আসল কারণ তদন্ত করে বের করতে হবে।’
যুদ্ধের পেছনের কারণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এর ঐতিহাসিক ও ভূরাজনৈতিক দিক রয়েছে।’ এ সংকটে কি রাশিয়ার পক্ষ নিয়েছে চীন? এর উত্তরে তিনি বলেন, ‘এটি ঠিক বলা যাবে না। কারণ চীন রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই ভালো বন্ধু। দুই প্রতিবেশী বা বন্ধুর যুদ্ধে আমরা কারও পক্ষই নিইনি। বরং তাদের শান্ত করতে কাজ করেছে চীন, যাতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।’
লি জিমিং বলেন, ‘চীন জাতিসংঘে যে ভূমিকা নিয়েছে, বাংলাদেশও ঠিক একই ভূমিকা নিয়েছে। আমরা দুই দেশই ভোটদানে বিরত থেকেছি। আমার মনে হয় এটি যুক্তিসংগত অবস্থান। বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।’
চীনের সহায়তায় বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমার কাছে এ সম্পর্কে কোনও তথ্য নেই। আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশসহ কোনও দেশে চীনের সামরিক স্থাপনা নেই। যদি কিছু থাকে সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও বাংলাদেশের সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখন কিছু বলতে পারছি না। আমি বেইজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য চাইব।’
ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বসন্ত সংলাপের আয়োজন করে ঢাকার চীন দূতাবাস। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সংলাপ যৌথভাবে আয়োজন করে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ইউক্রেন সংকটে অঞ্চলে শান্তি স্থাপনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া চীনসহ বিশ্বের অনেক দেশের বেশ ভালো বন্ধু। তবে বর্তমানে প্রথমে সেখানে উত্তেজনা কমাতে হবে। দ্বিতীয়ত ভয়াবহ মানবিক সংকট তৈরি যাতে না হয় পক্ষগুলোকে সেই মোতাবেক কাজ করতে হবে। আর তৃতীয়ত এ সংকট তৈরি হওয়ার পেছনের আসল কারণ তদন্ত করে বের করতে হবে।’
যুদ্ধের পেছনের কারণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এর ঐতিহাসিক ও ভূরাজনৈতিক দিক রয়েছে।’ এ সংকটে কি রাশিয়ার পক্ষ নিয়েছে চীন? এর উত্তরে তিনি বলেন, ‘এটি ঠিক বলা যাবে না। কারণ চীন রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই ভালো বন্ধু। দুই প্রতিবেশী বা বন্ধুর যুদ্ধে আমরা কারও পক্ষই নিইনি। বরং তাদের শান্ত করতে কাজ করেছে চীন, যাতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।’
লি জিমিং বলেন, ‘চীন জাতিসংঘে যে ভূমিকা নিয়েছে, বাংলাদেশও ঠিক একই ভূমিকা নিয়েছে। আমরা দুই দেশই ভোটদানে বিরত থেকেছি। আমার মনে হয় এটি যুক্তিসংগত অবস্থান। বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।’
চীনের সহায়তায় বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমার কাছে এ সম্পর্কে কোনও তথ্য নেই। আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশসহ কোনও দেশে চীনের সামরিক স্থাপনা নেই। যদি কিছু থাকে সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও বাংলাদেশের সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখন কিছু বলতে পারছি না। আমি বেইজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য চাইব।’
এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল
৫ ঘণ্টা আগেআপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
৯ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
৯ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
১০ ঘণ্টা আগে