Ajker Patrika

করোনার বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত: ডা. এ বি এম আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮: ৫৪
করোনার বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত: ডা. এ বি এম আব্দুল্লাহ

করোনা টিকা দুই ডোজ দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা উচিত বলে মন্তব্য করেছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ। তিনি বলেন, ‘দেশে করোনা টিকার ভালোই কার্যক্রম চলছে। আশা করি আগামী জানুয়ারির মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় চলে আসবে। সবাই টিকার আওতায় আসার পর বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত।’ 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘কোভিড ১৯ বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘ইউরোপিয়ান দেশগুলোতে করোনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে জার্মান, ইউকে, রাশিয়াতে বেশি হচ্ছে। আমেরিকাতেও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সেই হিসেবে আমরা বলতে পারি, আমাদের সংক্রমণের হার অনেক কম। মৃত্যুর সংখ্যাও কম। তবে একটা মানুষও মারা যাক, এটা আমরা চাই না। আমরা ভালো আছি এটা সত্য, এই ভেবে যেন, আত্মতৃপ্তিতে না ভোগেন। করোনা কখন বাড়ে, কখন কমে কেউ বলতে পারবে না। রাশিয়া ভ্যাকসিন আবিষ্কার করেছে। ৭০ থেকে ৮০ ভাগ লোক ভ্যাকসিনের আওতায় এসেছে। তারপরও সেখানে করোনা নিয়ন্ত্রণ হচ্ছে না।’ 

করোনা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘যেকোনো সময় করোনার প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। করোনা থেকে বাঁচার দুটো রাস্তা, এটা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, আরেকটা হচ্ছে টিকা দেওয়া।’ 

বুস্টার ডোজের বিষয়ে এ বি এম আব্দুল্লাহ বলেন, 'পৃথিবীর অনেক দেশে দুই ডোজ টিকা দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আমাদের দেশে ভবিষ্যতে দেবে, এটা নিয়ে কথা বার্তা আলোচনা চলছে।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত