Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জাপার সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯: ৩৭
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জাপার সংসদ সদস্যরা

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ দলটির ১৬ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপার সংসদ সদস্যদের এই সম্মিলনকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলছেন সেখানে যাওয়া দলটির নেতারা। সংক্ষিপ্ত সময়ের ওই সাক্ষাৎকালে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তাঁরা। 

এ প্রসঙ্গ জানতে চাইলে জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ শেষ হয়ে যাচ্ছে। এ উপলক্ষে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল একটু হ্যালো বলে আসা।’ 

নির্বাচন নিয়ে সেখানে কোনো কথা হয়েছে কি না—জানতে চাইলে জাপার এই নেতা বলেন, ‘আমরা তিন-চার মিনিটের মতো অবস্থান করেছি। নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। সেখানে আরও লোক ছিল। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপযুক্ত পরিবেশ সেখানে ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত