Ajker Patrika

সংবিধান অনুযায়ী এপ্রিল পর্যন্ত নির্বাচন হতে পারে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ১২
সংবিধান অনুযায়ী এপ্রিল পর্যন্ত নির্বাচন হতে পারে: নজরুল ইসলাম খান

সরকার যদি জানুয়ারির ২৯ তারিখের আগে ২৬, ২৭ বা ২৮ তারিখেও পদত্যাগ করে সংসদ ভেঙে দেয় তবে সংবিধান অনুযায়ী এপ্রিল মাস পর্যন্ত নির্বাচনের সময় আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী যদি জানুয়ারি মাসের ২৭ তারিখেও রাষ্ট্রপতিকে বলে, আপনি সংসদ বাতিল করে দেন, তাহলে সংবিধানে বলা আছে, মেয়াদ উত্তীর্ণের আগে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। জানুয়ারির ২৯ তারিখের আগে যদি ২৬, ২৭ বা ২৮ তারিখে সংসদ ভেঙে দেওয়া হয় তাহলে এপ্রিল মাসের ২৯ তারিখ পর্যন্ত নির্বাচন হতে পারে। সংবিধান অনুযায়ী কোনো বাধা নাই। সময় নাই কথাটা ঠিক না।’ 

নজরুল ইসলাম আরও বলেন, সরকারের অনেক আগেই উচিত ছিল সবার সঙ্গে আলোচনা করা, সংলাপে বসা এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা। 

আদালতের রায় না মেনে সরকারের সংশোধনী বর্তমান রাজনৈতিক সংকটের প্রধান কারণ জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারের কাছে রাষ্ট্র কিংবা জনগণের নিরাপত্তার কোনো অর্থ নাই। তার নিজের স্বার্থ নিজের নিরাপত্তা হলো গুরুত্বপূর্ণ। সেটা রক্ষা করার জন্য পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই তারা সংসদে পঞ্চদশ সংশোধনী করে ফেলল। ওই ২০১১ সালের সংশোধনীর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে শান্তি নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত