Ajker Patrika

শ্রীলঙ্কার সেরা ৫

ডেস্ক রিপোর্ট
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৮: ৩৯
শ্রীলঙ্কার  সেরা ৫

ভারত সাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে। ছোট্ট এই দ্বীপদেশটি প্রাচীন সভ্যতা, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত, পর্বত এবং রাবার ও চা-বাগানের জন্য সুপরিচিত। শুধু প্রকৃতি নয়, এখানে দেখা মিলবে পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের শাসনামলের ঔপনিবেশিক স্থাপত্য। যাঁরা ঈদ ভ্রমণের তালিকায় রেখেছেন এই দেশ, তাঁদের জন্য অবশ্য দ্রষ্টব্য ৫টি জায়গার তালিকা রইল।

ঐতিহ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রাজধানী কলম্বোয়। এখানে আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য, আকাশচুম্বী ভবন আর শহুরে উদ্যান। জামি উল-আলফা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আছে এখানে।

রেইনফরেস্ট, চা-বাগান আর হ্রদের শহর ক্যানডি। এখানে দেখা যাবে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউস। এখানে টেম্পল অব দ্য ট্রুথ নামে একটি মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের দাঁত। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় উৎসব এসালা পেরাহেরা প্রতিবছরের আগস্টে ক্যানডিতেই অনুষ্ঠিত হয়।

 ‘মেঘের প্রাসাদ’ নামে পরিচিত সিগিরিয়া আসলে ১৮০ মিটার উঁচু এক পাথরখণ্ডের চূড়া। এই ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেখা যাবে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখা যাবে পাথরের দেয়ালে সন্ন্যাসীদের আঁকা প্রাচীন শিল্প।

এ দেশে সমুদ্র দেখতে হলে চলে যেতে হবে মিরিসার দিকে। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সেখানে নীল তিমি দেখার সুযোগ থাকে।

সংস্কৃতির খোঁজ পেতে চাইলে যেতে হবে অনুরাধাপুরা ও পোলোনারুওয়া শহরে। অনুরাধাপুরা পরিত্যক্ত প্রাচীন শহর। প্রাচীন রাজপ্রাসাদ ও অন্যান্য রাজকীয় স্থাপনার জন্য পোলোনারুওয়া পর্যটকদের কাছে প্রসিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত