Ajker Patrika

চুলু ওয়েস্ট ও থরং পর্বত আরোহণে যাচ্ছেন কাওছার রূপক

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি ল্যাব সল্যুশন বিডি লিমিটেড।

এ উপলক্ষে ২২ এপ্রিল (মঙ্গলবার) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কাওছার রূপক অতিথিদের কাছ থেকে পতাকা গ্রহণ করেন। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।

কাওছার রূপক এ বছরের ২৪ এপ্রিল নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত চুলু ওয়েস্ট ও থরং পর্বতে চার সপ্তাহের অভিযানে যাচ্ছেন। আরোহণ শেষে তিনি আগামী ১৭ মে ঢাকায় ফিরবেন বলে জানানো হয়।

পেশায় প্রকৌশলী হলেও ভ্রমণের নেশায় ছুটে বেড়ান কাওছার রূপক। এর আগে বিশ্বের অন্যতম কঠিন ৬ হাজার ৮১৪ মিটার উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম এবং তিনটি ৬ হাজার মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

‘গোপনে’ দুই অধ্যাদেশের অনুমোদনে টিআইবির নিন্দা, মতামত নিয়ে সংশোধনের দাবি

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত