ডা. ফারজানা রহমান
প্রশ্ন: খুলনা থেকে লেখাপড়া শেষ করে ঢাকায় ফিরে দেখলাম, পরিবারের মানুষেরা আমার ফিরে আসাটাকে ভালোভাবে নিচ্ছে না। তারা চাইছে, আমি বিয়ে করে চলে যাই। ফলে পরিবারের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়। চাকরি হলে আমি আলাদা বাসা নিই। এখন দূরে থেকেও যে ভালো আছি, তা নয়। মানসিকভাবে শান্তির জন্য কী করতে পারি?
নিতু, ঢাকা
উত্তর: আমাদের মধ্যবিত্ত সমাজে সন্তানেরা সাধারণত পরিবারের সঙ্গেই থাকে; অন্তত চাকরিতে বদলি বা বিয়ে না হওয়া পর্যন্ত। সে জন্য বিষয়টি মেনে নিতে হয়তো আপনার পরিবারের কষ্ট হচ্ছে। সম্পর্ক, পারিবারিক বন্ধন ইত্যাদি সবকিছু থেকে দূরে চলে গেলে আসলে ভালো থাকা যায় না। আর সে জন্য সম্পর্কের এই দূরত্বটাকে দূর করতে হবে। পরিবারের মানুষদের ছেড়ে আপনি ভালো নেই, আপনার এই উপলব্ধি তাঁদের জানান। সামনে বাবা দিবস আছে। ঈদ আসছে। এসব উপলক্ষে সবাইকে উপহার দিতে পারেন। সবাইকে নিয়ে বেড়িয়ে আসতে পারেন।
মা-বাবাকে একান্তে ডেকে জানান, তাঁদের সঙ্গে যে দূরত্ব হয়েছে, তাতে আপনি কষ্ট পাচ্ছেন। মা-বাবা আমাদের অভিভাবক। তাঁরা আমাদের প্রথম শিক্ষক। পরিবার আমাদের সবচেয়ে কাছের, আত্মার প্রতিষ্ঠান। আপনার আন্তরিক চাওয়া তাঁরা বুঝবেন এবং আমার বিশ্বাস, তাঁরা বিষয়টি মূল্যায়ন করবেন। আপনার সঙ্গে পরিবারের দূরত্ব দূর হবে।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান,সহযোগী অধ্যাপক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
প্রশ্ন: খুলনা থেকে লেখাপড়া শেষ করে ঢাকায় ফিরে দেখলাম, পরিবারের মানুষেরা আমার ফিরে আসাটাকে ভালোভাবে নিচ্ছে না। তারা চাইছে, আমি বিয়ে করে চলে যাই। ফলে পরিবারের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়। চাকরি হলে আমি আলাদা বাসা নিই। এখন দূরে থেকেও যে ভালো আছি, তা নয়। মানসিকভাবে শান্তির জন্য কী করতে পারি?
নিতু, ঢাকা
উত্তর: আমাদের মধ্যবিত্ত সমাজে সন্তানেরা সাধারণত পরিবারের সঙ্গেই থাকে; অন্তত চাকরিতে বদলি বা বিয়ে না হওয়া পর্যন্ত। সে জন্য বিষয়টি মেনে নিতে হয়তো আপনার পরিবারের কষ্ট হচ্ছে। সম্পর্ক, পারিবারিক বন্ধন ইত্যাদি সবকিছু থেকে দূরে চলে গেলে আসলে ভালো থাকা যায় না। আর সে জন্য সম্পর্কের এই দূরত্বটাকে দূর করতে হবে। পরিবারের মানুষদের ছেড়ে আপনি ভালো নেই, আপনার এই উপলব্ধি তাঁদের জানান। সামনে বাবা দিবস আছে। ঈদ আসছে। এসব উপলক্ষে সবাইকে উপহার দিতে পারেন। সবাইকে নিয়ে বেড়িয়ে আসতে পারেন।
মা-বাবাকে একান্তে ডেকে জানান, তাঁদের সঙ্গে যে দূরত্ব হয়েছে, তাতে আপনি কষ্ট পাচ্ছেন। মা-বাবা আমাদের অভিভাবক। তাঁরা আমাদের প্রথম শিক্ষক। পরিবার আমাদের সবচেয়ে কাছের, আত্মার প্রতিষ্ঠান। আপনার আন্তরিক চাওয়া তাঁরা বুঝবেন এবং আমার বিশ্বাস, তাঁরা বিষয়টি মূল্যায়ন করবেন। আপনার সঙ্গে পরিবারের দূরত্ব দূর হবে।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান,সহযোগী অধ্যাপক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৭ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৮ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৯ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৯ ঘণ্টা আগে