জীবনধারা ডেস্ক
সব সময় কি ভালো থাকা যায়? যায় না। খারাপ থাকলে যা করা হয় তা হলো, নিজেকে সেখান থেকে বের করে আনার পথ খোঁজা। এই পথ কেউ কাউকে খুঁজে দেয় না। সব পথ সবার জন্য নয়ও। তাই খারাপ থাকা থেকে নিজেকে বের করে আনার পথ নিজেকেই তৈরি করতে হয়। ভালো থাকাটা যতটা স্বাভাবিক, খারাপ থাকাটাও ঠিক ততটাই স্বাভাবিক। আর ঠিক তেমনই, খারাপ থাকলে সেখান থেকে নিজেকে বের করে আনতে চাওয়াটাও খুব স্বাভাবিক।
ভালোবাসার মানুষের কাছে কষ্ট পেলে নিজেকে সামলে নেওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে নিজেকেই। ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেলে মানুষ হতাশায় ভোগে, কষ্ট পায়। তাই অবহেলা, একপেশে ভালোবাসা থেকে বের হয়ে এসে নিজেকে ভালো রাখার উপায় জানতে হবে।
একপেশে ভালোবাসা থেকে মুক্তি
প্রথমেই মেনে নিতে হবে একপেশে ভালোবাসা একটা অস্বস্তিকর অনুভূতি। এটি কষ্ট দেবে এবং একধরনের মানসিক অস্থিরতার মধ্য নিয়ে যাবে। এই অস্বস্তিকর অনুভূতি আর অস্থিরতা থেকে বেরিয়ে আসতে একটু শোক পালন করতেই হবে। তবে সেই শোকের স্থায়িত্ব বেশি হতে দেওয়া যাবে না। এর জন্য নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। সে ক্ষেত্রে নতুন কিছু শিখে সময় কাটানো যেতে পারে। নিজেকে ব্যস্ত রাখা দ্রুত এগিয়ে যেতে সাহায্য করতে পারে। যদিও একপেশে সম্পর্কের পর কষ্ট পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক, তবে পরিস্থিতির মধ্যে ডুবে থাকা এ ক্ষেত্রে আরও খারাপ অনুভব করাতে পারে। বরং যে কাজগুলো করতে ভালোবাসেন, সেগুলো করার জন্য সময় বের করুন। তাতে ধীরে ধীরে পুরোনো স্মৃতি কখন যে ফিকে হয়ে যাবে, টের পাবেন না।
নিজের যত্ন নিন
নিজের প্রতি আমরা মনোযোগী নই। এই মনোযোগ জরুরি। তাই মন ভালো রাখতে নিজের যত্ন নিতে হবে। এতে শরীরও ভালো থাকবে। এর জন্য-
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো যেতে পারে। তবে হ্যাঁ, সেই সব আড্ডায় যদি একপেশে ভালোবাসা নিয়েই আলোচনা করেন, তাহলে কোনো লাভ হবে না। কারণ এই কষ্ট থেকে তখন আপনি নিজেকে বের করে আনতে পারবেন না। একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবেন। এর জন্য,
যদি ভালোবাসায় মেলে প্রত্যাখ্যান
ভালোবাসায় প্রত্যাখ্যান মিললে সবার আগে আসে লজ্জা। সেখানে কাজ করে ইগো। তবে এই প্রত্যাখ্যান থেকেও নিজেকে টেনে বের করে নিয়ে আসতে হবে। প্রত্যাখ্যানের মানে এই নয় যে আপনার মধ্যে ভালো কিছু নেই। হয়তো সে যা চাইছে তা নেই। সেটা তাঁর চাহিদার জায়গা। এর দায় আপনার নয়। এই প্রত্যাখ্যানের মানে ঘৃণা নয়। এখান থেকে,
ব্যায়াম ঘোরাতে পারে মনোযোগ
বিক্ষিপ্ত মনযোগ কেন্দ্রীভূত করতে দারুণ উপায় ব্যায়াম করা। এটি মানুষের শরীরে এন্ডোরফিন হরমোনের প্রবাহ দ্রুত করে। নিজেকে সামলে নিতে যতটা সম্ভব বাইরে বের হয়ে মানুষের সঙ্গে মিশতে শুরু করুন। ব্যায়াম করার জন্য হলেও বাইরে বের হতে হবে। হাঁটুন, দৌড়ান বা অন্য কোনো ব্যায়াম করুন। নিজেকে বাইরের জগতের সঙ্গে মেলান। বাইরে সময় কাটানো মানুষের মন ভালো করতে এবং ভালো অনুভব করাতে সাহায্য করতে পারে।
জীবন থেমে যাবে না
জীবন একটাই। এখানে হাজারো মানুষ আসবে, হাজারো মানুষ চলে যাবে। কেউ একেবারে যাবে, কেউ ধীরে ধীরে যাবে। আবার কেউ জীবনে আসবেই না। সব মেনে নিয়েই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। প্রবাদ আছে, ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ’। খুব জ্ঞানী না হলেও একজন বাস্তব চিন্তা করা মানুষ যেকোনোভাবেই তার কষ্টকর অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের ভাবনা ভাবে।
কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। বাজেট অনুযায়ী সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করুন। নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। আপনি আপনার একপেশে সম্পর্ক থেকে মনোযোগ সরিয়ে নতুন অভিজ্ঞতার দিকে মনোনিবেশ করুন। এগিয়ে যাওয়া আরও সহজ হয়, যখন ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা থাকে।
এরপর অতীতকে বলুন, মাইলস টু গো বন্ধু…
সূত্র: উইকি হাউ
সব সময় কি ভালো থাকা যায়? যায় না। খারাপ থাকলে যা করা হয় তা হলো, নিজেকে সেখান থেকে বের করে আনার পথ খোঁজা। এই পথ কেউ কাউকে খুঁজে দেয় না। সব পথ সবার জন্য নয়ও। তাই খারাপ থাকা থেকে নিজেকে বের করে আনার পথ নিজেকেই তৈরি করতে হয়। ভালো থাকাটা যতটা স্বাভাবিক, খারাপ থাকাটাও ঠিক ততটাই স্বাভাবিক। আর ঠিক তেমনই, খারাপ থাকলে সেখান থেকে নিজেকে বের করে আনতে চাওয়াটাও খুব স্বাভাবিক।
ভালোবাসার মানুষের কাছে কষ্ট পেলে নিজেকে সামলে নেওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে নিজেকেই। ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেলে মানুষ হতাশায় ভোগে, কষ্ট পায়। তাই অবহেলা, একপেশে ভালোবাসা থেকে বের হয়ে এসে নিজেকে ভালো রাখার উপায় জানতে হবে।
একপেশে ভালোবাসা থেকে মুক্তি
প্রথমেই মেনে নিতে হবে একপেশে ভালোবাসা একটা অস্বস্তিকর অনুভূতি। এটি কষ্ট দেবে এবং একধরনের মানসিক অস্থিরতার মধ্য নিয়ে যাবে। এই অস্বস্তিকর অনুভূতি আর অস্থিরতা থেকে বেরিয়ে আসতে একটু শোক পালন করতেই হবে। তবে সেই শোকের স্থায়িত্ব বেশি হতে দেওয়া যাবে না। এর জন্য নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। সে ক্ষেত্রে নতুন কিছু শিখে সময় কাটানো যেতে পারে। নিজেকে ব্যস্ত রাখা দ্রুত এগিয়ে যেতে সাহায্য করতে পারে। যদিও একপেশে সম্পর্কের পর কষ্ট পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক, তবে পরিস্থিতির মধ্যে ডুবে থাকা এ ক্ষেত্রে আরও খারাপ অনুভব করাতে পারে। বরং যে কাজগুলো করতে ভালোবাসেন, সেগুলো করার জন্য সময় বের করুন। তাতে ধীরে ধীরে পুরোনো স্মৃতি কখন যে ফিকে হয়ে যাবে, টের পাবেন না।
নিজের যত্ন নিন
নিজের প্রতি আমরা মনোযোগী নই। এই মনোযোগ জরুরি। তাই মন ভালো রাখতে নিজের যত্ন নিতে হবে। এতে শরীরও ভালো থাকবে। এর জন্য-
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো যেতে পারে। তবে হ্যাঁ, সেই সব আড্ডায় যদি একপেশে ভালোবাসা নিয়েই আলোচনা করেন, তাহলে কোনো লাভ হবে না। কারণ এই কষ্ট থেকে তখন আপনি নিজেকে বের করে আনতে পারবেন না। একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবেন। এর জন্য,
যদি ভালোবাসায় মেলে প্রত্যাখ্যান
ভালোবাসায় প্রত্যাখ্যান মিললে সবার আগে আসে লজ্জা। সেখানে কাজ করে ইগো। তবে এই প্রত্যাখ্যান থেকেও নিজেকে টেনে বের করে নিয়ে আসতে হবে। প্রত্যাখ্যানের মানে এই নয় যে আপনার মধ্যে ভালো কিছু নেই। হয়তো সে যা চাইছে তা নেই। সেটা তাঁর চাহিদার জায়গা। এর দায় আপনার নয়। এই প্রত্যাখ্যানের মানে ঘৃণা নয়। এখান থেকে,
ব্যায়াম ঘোরাতে পারে মনোযোগ
বিক্ষিপ্ত মনযোগ কেন্দ্রীভূত করতে দারুণ উপায় ব্যায়াম করা। এটি মানুষের শরীরে এন্ডোরফিন হরমোনের প্রবাহ দ্রুত করে। নিজেকে সামলে নিতে যতটা সম্ভব বাইরে বের হয়ে মানুষের সঙ্গে মিশতে শুরু করুন। ব্যায়াম করার জন্য হলেও বাইরে বের হতে হবে। হাঁটুন, দৌড়ান বা অন্য কোনো ব্যায়াম করুন। নিজেকে বাইরের জগতের সঙ্গে মেলান। বাইরে সময় কাটানো মানুষের মন ভালো করতে এবং ভালো অনুভব করাতে সাহায্য করতে পারে।
জীবন থেমে যাবে না
জীবন একটাই। এখানে হাজারো মানুষ আসবে, হাজারো মানুষ চলে যাবে। কেউ একেবারে যাবে, কেউ ধীরে ধীরে যাবে। আবার কেউ জীবনে আসবেই না। সব মেনে নিয়েই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। প্রবাদ আছে, ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ’। খুব জ্ঞানী না হলেও একজন বাস্তব চিন্তা করা মানুষ যেকোনোভাবেই তার কষ্টকর অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের ভাবনা ভাবে।
কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। বাজেট অনুযায়ী সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করুন। নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। আপনি আপনার একপেশে সম্পর্ক থেকে মনোযোগ সরিয়ে নতুন অভিজ্ঞতার দিকে মনোনিবেশ করুন। এগিয়ে যাওয়া আরও সহজ হয়, যখন ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা থাকে।
এরপর অতীতকে বলুন, মাইলস টু গো বন্ধু…
সূত্র: উইকি হাউ
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
৪ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
৬ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
৮ ঘণ্টা আগে