অনন্যা দাস
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৬ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে