অনন্যা দাস
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। বাংলাদেশেও খাদ্যে বিষক্রিয়া একটি সাধারণ সমস্যা। কিছু অসচেতন অভ্যাস বাদ দিলে দীর্ঘ মেয়াদে জীবাণু সংক্রমণ থেকে সুস্থ থাকা সম্ভব।
২ ঘণ্টা আগেরোড ট্রিপের জন্য গাড়িতে ভ্রমণ নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই আনন্দ মাঝেমধ্যে কিছুটা মানসিক চাপের কারণ হতে পারে, বিশেষ করে যখন চালকেরা অযথা হর্ন বাজান কিংবা ঘন ঘন হেডলাইট জ্বালান আর বন্ধ করেন। বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেগুলোতে ‘বন্ধুসুলভ চালক’ পাওয়া যায়।
২০ ঘণ্টা আগেফিটনেসের ব্যাপারে যিনি কোনো আপস করেন না, তিনি শিল্পা শেঠি। ৫০ বছর বয়সী বলিউড তারকা শিল্পা শেঠি শুধু রুপালি পর্দাতেই নয়, ফিটনেস ও যোগব্যায়ামের জগতেও ব্যাপকভাবে পরিচিত। তাঁর নিয়মিত যোগচর্চা ও ফিটনেস টিপস বহু মানুষকে...
১ দিন আগেপ্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণ গ্রাম। এখন যেটি সোনারগাঁ নামে বেশি পরিচিত। বড় নগর, খাস নগর, পানাম নগর—প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। ঈসা খাঁ সেখানেই করেছিলেন বাংলার রাজধানী। এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে, যেগুলো বাংলার বারোভূঁইয়াদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত
১ দিন আগে