ফারুক ছিদ্দিক, ঢাবি
শেষ চিঠি লিখেছেন কবে? পেয়েছেনই-বা কবে? মনে পড়ে?
স্মার্টফোনের এ যুগে যোগাযোগের যে মাধ্যমটি প্রায় বিলুপ্ত, তার নাম চিঠি। কিন্তু মমতা জাহান পড়েছেন চিঠির মমতায়!
মোবাইল ফোনের অ্যাপ যখন মুখের শব্দকে অক্ষরে পরিণত করছে, তখন মমতা আশা করছেন, জোছনায়, বৃষ্টিতে, বসন্তে, নববর্ষে কিংবা কোনো কারণ ছাড়াই মানুষ চিঠি লিখুক! তাতে থাকুক কাঁপা হাতের লেখা, লেপটে যাওয়া কালিতে মুছে যাওয়া অক্ষর, দুমড়ানো-মুচড়ানো কাগজ, সঙ্গে একটা সুন্দর খাম! সে খামটা যেন কারও খুশির কারণ হয়ে ওঠে। কথাগুলো বলতে বলতে চোখের কোনা ভিজে ওঠে মমতার। পরক্ষণেই হেসে দেন তিনি।
চিঠি লেখা বিষয়টিকে উপভোগ্য করতে, বাঁচিয়ে রাখতে ফেসবুকে ‘এনভেলাপ’ নামে একটি পেজ ও গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী মমতা জাহান বীথি। আগ্রহী ব্যক্তিরা সে পেজ ও গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ধরনের চিঠির অর্ডার করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কাউকে চিঠি দিতে চাইলে তার বিশ্বস্ত ঠিকানা এনভেলাপ। মমতা জাহান বীথির বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলায়।
এনভেলাপের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ সেপ্টেম্বর। যাত্রার পরদিনই অর্ডার আসে, কিশোরগঞ্জে খাম পাঠানোর সঙ্গে চিঠি লিখে দিতে হবে। সেই শুরু। আর থামার অবকাশ হয়নি মমতার এনভেলাপের।
পেপার ক্র্যাফটিং মাধ্যমে কাজ করেন মমতা জাহান বীথি। তিনি নিজ হাতে তাঁর পেজের প্রায় ৯৫ শতাংশ জিনিসপত্র তৈরি করেন। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের খাম, শুকনো ফুলের কার্ড, মোমের সিল, চিঠির কাগজ, বুকমার্ক, থিমড কার্ড, সম্পূর্ণ হাতে সেলাই করা জার্নাল, ডায়েরি, চিরকুট রাখার জার এবং গিফট বক্স।
ছোটবেলা থেকে ক্র্যাফটিং করতে পছন্দ করতেন মমতা। খাম বানিয়ে চিঠি লেখা ভীষণ প্রিয় ছিল তাঁর। বাবাকে চিঠি লিখে পাঠাতেন। লিখতেন ডায়েরি—প্রতিদিন। ফুল কুড়িয়ে ডায়েরির পাতায় রেখে দিতেন। পোস্টকার্ড, স্ট্যাম্প, পুরোনো কয়েন কিংবা জিনিস সংগ্রহ করার শখ ছিল মমতার। কাঁচা হাতে নিজেই বানিয়ে নিতেন খাম ও কার্ড। সেগুলোতে চিঠি বা চিরকুট লিখে পাঠাতেন কাছের মানুষদের।
মেসেঞ্জার, ই-মেইল বা হোয়াটসঅ্যাপে মেসেজ নয়, মমতা জাহান বীথি পোস্টকার্ড বা কাগজ-কলমে লেখার কথা ভেবেছেন সব সময়। চিঠি লিখে, আঠা দিয়ে খামের মুখ বন্ধ করে, স্ট্যাম্প সেঁটে হেঁটে গিয়ে ডাকবাক্সে চিঠি ফেলানোর দিনগুলো হারিয়ে গেছে—এটার জন্য কষ্ট হয় মমতার। যখনই ডাকবাক্স দেখেন, এক অদ্ভুত ভালো লাগা কাজ করে ভেতরে। একসময় খামের ভেতর শুকনো গোলাপ দেওয়ার প্রচলন ছিল। প্রিয়জনকে মনের কথা, অনুভূতি জানানোর সেই অভিব্যক্তিগুলো বড় আকর্ষণ করে মমতাকে।
মমতা বলেছেন, ‘যারা আমার মতো এ রকম একটু পুরোনো ধাঁচের, ব্যাকডেটেড চিঠিপ্রেমী, তাদের জন্য এই উদ্যোগটা না নিলে অনেক বিশেষ মুহূর্ত হারিয়ে যেত!’
২০২২ সালের জয়িতা মেলায় কবি সুফিয়া কামাল হলে আলাদা স্টল ছিল এনভেলাপের। সে কারণে মমতা বেশ প্রশংসিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরেও।
মা-বাবা পড়ালেখার পাশাপাশি মমতার এ কাজকে উৎসাহ দেন। এ থেকে নিজের কিছু খরচ বহন করতে পারেন তিনি। সেটাও একধরনের আনন্দের অনুভূতি দেয় মমতাকে।
শেষ চিঠি লিখেছেন কবে? পেয়েছেনই-বা কবে? মনে পড়ে?
স্মার্টফোনের এ যুগে যোগাযোগের যে মাধ্যমটি প্রায় বিলুপ্ত, তার নাম চিঠি। কিন্তু মমতা জাহান পড়েছেন চিঠির মমতায়!
মোবাইল ফোনের অ্যাপ যখন মুখের শব্দকে অক্ষরে পরিণত করছে, তখন মমতা আশা করছেন, জোছনায়, বৃষ্টিতে, বসন্তে, নববর্ষে কিংবা কোনো কারণ ছাড়াই মানুষ চিঠি লিখুক! তাতে থাকুক কাঁপা হাতের লেখা, লেপটে যাওয়া কালিতে মুছে যাওয়া অক্ষর, দুমড়ানো-মুচড়ানো কাগজ, সঙ্গে একটা সুন্দর খাম! সে খামটা যেন কারও খুশির কারণ হয়ে ওঠে। কথাগুলো বলতে বলতে চোখের কোনা ভিজে ওঠে মমতার। পরক্ষণেই হেসে দেন তিনি।
চিঠি লেখা বিষয়টিকে উপভোগ্য করতে, বাঁচিয়ে রাখতে ফেসবুকে ‘এনভেলাপ’ নামে একটি পেজ ও গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী মমতা জাহান বীথি। আগ্রহী ব্যক্তিরা সে পেজ ও গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ধরনের চিঠির অর্ডার করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কাউকে চিঠি দিতে চাইলে তার বিশ্বস্ত ঠিকানা এনভেলাপ। মমতা জাহান বীথির বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলায়।
এনভেলাপের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ সেপ্টেম্বর। যাত্রার পরদিনই অর্ডার আসে, কিশোরগঞ্জে খাম পাঠানোর সঙ্গে চিঠি লিখে দিতে হবে। সেই শুরু। আর থামার অবকাশ হয়নি মমতার এনভেলাপের।
পেপার ক্র্যাফটিং মাধ্যমে কাজ করেন মমতা জাহান বীথি। তিনি নিজ হাতে তাঁর পেজের প্রায় ৯৫ শতাংশ জিনিসপত্র তৈরি করেন। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের খাম, শুকনো ফুলের কার্ড, মোমের সিল, চিঠির কাগজ, বুকমার্ক, থিমড কার্ড, সম্পূর্ণ হাতে সেলাই করা জার্নাল, ডায়েরি, চিরকুট রাখার জার এবং গিফট বক্স।
ছোটবেলা থেকে ক্র্যাফটিং করতে পছন্দ করতেন মমতা। খাম বানিয়ে চিঠি লেখা ভীষণ প্রিয় ছিল তাঁর। বাবাকে চিঠি লিখে পাঠাতেন। লিখতেন ডায়েরি—প্রতিদিন। ফুল কুড়িয়ে ডায়েরির পাতায় রেখে দিতেন। পোস্টকার্ড, স্ট্যাম্প, পুরোনো কয়েন কিংবা জিনিস সংগ্রহ করার শখ ছিল মমতার। কাঁচা হাতে নিজেই বানিয়ে নিতেন খাম ও কার্ড। সেগুলোতে চিঠি বা চিরকুট লিখে পাঠাতেন কাছের মানুষদের।
মেসেঞ্জার, ই-মেইল বা হোয়াটসঅ্যাপে মেসেজ নয়, মমতা জাহান বীথি পোস্টকার্ড বা কাগজ-কলমে লেখার কথা ভেবেছেন সব সময়। চিঠি লিখে, আঠা দিয়ে খামের মুখ বন্ধ করে, স্ট্যাম্প সেঁটে হেঁটে গিয়ে ডাকবাক্সে চিঠি ফেলানোর দিনগুলো হারিয়ে গেছে—এটার জন্য কষ্ট হয় মমতার। যখনই ডাকবাক্স দেখেন, এক অদ্ভুত ভালো লাগা কাজ করে ভেতরে। একসময় খামের ভেতর শুকনো গোলাপ দেওয়ার প্রচলন ছিল। প্রিয়জনকে মনের কথা, অনুভূতি জানানোর সেই অভিব্যক্তিগুলো বড় আকর্ষণ করে মমতাকে।
মমতা বলেছেন, ‘যারা আমার মতো এ রকম একটু পুরোনো ধাঁচের, ব্যাকডেটেড চিঠিপ্রেমী, তাদের জন্য এই উদ্যোগটা না নিলে অনেক বিশেষ মুহূর্ত হারিয়ে যেত!’
২০২২ সালের জয়িতা মেলায় কবি সুফিয়া কামাল হলে আলাদা স্টল ছিল এনভেলাপের। সে কারণে মমতা বেশ প্রশংসিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরেও।
মা-বাবা পড়ালেখার পাশাপাশি মমতার এ কাজকে উৎসাহ দেন। এ থেকে নিজের কিছু খরচ বহন করতে পারেন তিনি। সেটাও একধরনের আনন্দের অনুভূতি দেয় মমতাকে।
অনেকে দু-এক দিন পরপর অফিসে শাড়ি পরে যান। আর বিশেষ দিনগুলোয় পরার জন্য শাড়িপ্রেমীরা যেন একটু বেশিই সচেতন থাকেন। যদি এই ভরা গ্রীষ্মে অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতেই হয়, তাহলে গ্রীষ্মের সঙ্গে মানায় এমন শাড়িই বেছে নিন। শাড়িতে নতুন কিছু একটা রাখুন, যাকে এখন আমরা বলি ভ্যালু অ্যাড করা। এই নতুনত্ব বা ভ্যালু
২ দিন আগেশেষের কবিতায় রবীন্দ্রনাথ কেতকী, মানে কেটি মিত্রকে নিয়ে বলেছেন, ‘জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল।’ আর পরবর্তী বয়সে? সেই সরল ঠোঁটকে খানিকটা অতিরঞ্জিত করতেই বাড়তি প্রসাধন ব্যবহার করত সে। কোমর ছাড়িয়ে যাওয়া চুলে সে চালিয়ে দিয়েছিল কাঁচি..
৩ দিন আগেঅফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...
৩ দিন আগেবৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না...
৩ দিন আগে