Ajker Patrika

ঐশ্বরিয়ার আলোচিত পোশাকগুলো

জীবনধারা ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২: ৫৮
ঐশ্বরিয়ার আলোচিত পোশাকগুলো

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই প্রথম পা রেখেছিলেন ২০০২ সালে। সেটি ছিল উৎসবটির ৫৫তম আসর। সে আসরে ‘দেবদাস’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে গাড়ি থেকে তিনি নেমেছিলেন উজ্জ্বল হলুদরঙা শাড়ি পরে। শাড়িটি নকশা করেছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নিতা লুল্লা। কাঁচা হলুদরঙা এই শাড়ির সঙ্গে অ্যাশ পরেছিলেন সোনার গয়না। পুরোদস্তুর ভারতীয় নারীর রূপে জগৎ দেখেছিল তাঁকে। এবার চলছে কান উৎসবের ৭৭তম আসর। এ আসরে যে দুটি পোশাক তিনি পরেছেন, তার একটি প্রশংসিত হলেও অন্যটিকে ভালোভাবে গ্রহণ করেনি দর্শকেরা।

প্রায় ২২ বছরের হিসাবে এক, দুই, তিন করে গুনতে গেলে ঐশ্বরিয়া রাইয়ের ‘কান লুক’ অসংখ্য। লাল গালিচায় হেঁটে বেড়ানোর সময় পরিধেয় পোশাকের কারণে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, আবার দর্শক ভ্রু কুঁচকে তাকিয়ে বলেছেন, ‘স্বপ্ন রানির এ কী অদ্ভুত হাল!’ এ যাবৎকালে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া পরিহিত আলোচিত পোশাকগুলো নিয়ে এবারের আয়োজন।

২০১৪ সালে কানে ঐশ্বরিয়া ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার রবার্তো কাভালির নকশা করা বডি শেপড স্ট্রাপলেস গাউন পরেন। সোনালি এ গাউনের সঙ্গে বাদামি কার্ল করা চুল ছেড়ে রাখেন অ্যাশ, ঠোঁটে ছিল টকটকে লাল লিপস্টিক। তাঁর এই ঝলমলে লুক দর্শক মহলে হয়েছিল প্রশংসিত। 

ঐশ্বরিয়ার এই লুকটি আজও কেউ ভুলতে পারেনি। ২০১৭ সালে কানের লাল গালিচায় যেন ডিজনির প্রিন্সেস সিনডারেলা হয়েই ঘুরে বেড়াচ্ছিলেন এই বিশ্বসুন্দরী। ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর নকশা করা বরফ–নীলরঙা গাউনে কেউ অ্যাশকে ভেবে নিচ্ছিলেন সিনডারেলা, আবার কেউ প্রিন্সেস এলসা। গাউনের সঙ্গে মিনিমাল মেকআপে তাঁকে বেশ লাগছিল। পিঠময় ছড়িয়ে ছিল রেশমি বাদামি চুল।

মাইকেল সিনকোর নকশা করা আরও একটি পোশাক পরে দর্শকদের মোহাচ্ছন্ন করেছিলেন এই তারকা। ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবে বেগুনি রঙের বাটারফ্লাই গাউনে তাঁকে দেখাচ্ছিল গ্ল্যামারাল প্রজাপতির মতো!

২০২২ সালে লাল গালিচায় ডলচে অ্যান্ড গাবানার থ্রিডি ফ্লোরাল মোটিফের গাউন পরে হাজির হন তিনি। কালো গাউনের ওপর বিভিন্ন রঙের ফুলের সন্নিবেশ ঘটেছিল যেন! চোখেমুখে গোলাপি আভা আর মিনিমাল মেকআপে অন্যরকম এক আলো ছড়াচ্ছিলেন এই বি টাউন কুইন। 

২০২২ এর কান চলচ্চিত্র উৎসবে তাঁর আরও একটি পোশাক প্রশংসিত হয়। ডিজাইনার গৌরব গুপ্তর ‘বার্থ অব ভেনাস’ নামের এই গোলাপি গাউনটি ঐশ্বরিয়ার চিরতরুণ রূপটিই বের করে এনেছিল। স্ক্যাল্পটেড হুডওয়ালা এই গাউনটিতে পাথর বসাতে কাজ করেছিলেন তিন হাজার পাঁচ শ জন শ্রমিক।  

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া পরিহিত একটি পোশাক বেশ আলোচিত হয়েছিল। রুপালি সিকুইন করা বিরাট হুডিওয়ালা এই গাউনটিতে এই নায়িকাকে অনেকটাই সর্পিল দেখাচ্ছিল বলে মন্তব্য করেছিলেন নেটিজেনরা। তবে বোল্ড লুক ও টকটকে লাল লিপস্টিকসহ পুরো লুকটাকে দারুণভাবে ক্যারি করতে পেরেছিলেন এই তারকা। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ভোগ, দ্য ন্যাশনাল ও অন্যান্য। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত