নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতে থাকে উৎসব আর ছুটির আমেজ। এ সময় শিশুদের স্কুল যেমন বন্ধ থাকে, আবহাওয়াও থাকে আরামদায়ক। তাই শীতকালে অনেকেই বেরিয়ে পড়েন ভ্রমণে। তা ছাড়া নানা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানও থাকে এ সময়। উপলক্ষ যা-ই হোক, শিশুদের কাছে নতুন পোশাক সবকিছুকে আরও রঙিন করে।
এ সময়ে তাই নানা উপলক্ষ ও প্রয়োজনের কথা বিবেচনায় রেখে কে ক্র্যাফট এনেছে শিশুদের জন্য নতুন পোশাক। ইতিমধ্যে এ আয়োজনের সব পোশাক কে ক্র্যাফটের সব স্টোরে পৌঁছে গেছে।
মেয়েদের পোশাকে নজর কাড়বে ভিন্ন স্টাইলের টপসের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, টপসের সঙ্গে স্কার্ট, এ লাইন পালাজোর সঙ্গে কটি, কাফতানের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, পাফি ফ্রক, সালোয়ার-কামিজ, কুর্তি, লং ফ্রক, লেহেঙ্গা। ছেলেদের জন্য পাঞ্জাবি, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, কটি। এ ছাড়া থাকছে মা-বাবার সঙ্গে সন্তানদের ম্যাচিং পোশাক। শীতকে কেন্দ্র করে নির্বাচন করা হয়েছে ইনডোর ও আউটডোর উপযোগী গরম কাপড়।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট, অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে পোশাক কেনা যাবে।
শীতে থাকে উৎসব আর ছুটির আমেজ। এ সময় শিশুদের স্কুল যেমন বন্ধ থাকে, আবহাওয়াও থাকে আরামদায়ক। তাই শীতকালে অনেকেই বেরিয়ে পড়েন ভ্রমণে। তা ছাড়া নানা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানও থাকে এ সময়। উপলক্ষ যা-ই হোক, শিশুদের কাছে নতুন পোশাক সবকিছুকে আরও রঙিন করে।
এ সময়ে তাই নানা উপলক্ষ ও প্রয়োজনের কথা বিবেচনায় রেখে কে ক্র্যাফট এনেছে শিশুদের জন্য নতুন পোশাক। ইতিমধ্যে এ আয়োজনের সব পোশাক কে ক্র্যাফটের সব স্টোরে পৌঁছে গেছে।
মেয়েদের পোশাকে নজর কাড়বে ভিন্ন স্টাইলের টপসের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, টপসের সঙ্গে স্কার্ট, এ লাইন পালাজোর সঙ্গে কটি, কাফতানের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, পাফি ফ্রক, সালোয়ার-কামিজ, কুর্তি, লং ফ্রক, লেহেঙ্গা। ছেলেদের জন্য পাঞ্জাবি, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, কটি। এ ছাড়া থাকছে মা-বাবার সঙ্গে সন্তানদের ম্যাচিং পোশাক। শীতকে কেন্দ্র করে নির্বাচন করা হয়েছে ইনডোর ও আউটডোর উপযোগী গরম কাপড়।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট, অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে পোশাক কেনা যাবে।
একটা প্রবাদ আছে, ‘যস্মিন দেশে যদাচার’। অর্থাৎ যখন যে দেশে যাচ্ছেন সে দেশের আচার মেনে চলাই উত্তম। কোনো কোনো দেশে খালি পায়ে হাঁটা যাবে না আবার কোনো এলাকায় স্যান্ডেল পরে গাড়ি চালালে হতে পারে জরিমানা।
৫ ঘণ্টা আগেবর্ষার কালো মেঘ হটিয়ে শরৎ নীল আকাশে ভাসিয়ে দেয় সাদা মেঘের ভেলা। প্রকৃতির গানে যেন যুক্ত হয় নতুন সুর। কাশবনে দোলা লেগে আপন সুরেই যেন বেজে ওঠে, ‘শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।/ আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।...’
৬ ঘণ্টা আগেসমরেশ মজুমদার বলেছিলেন, ‘ব্যক্তির রুচি বোঝা যায় তাঁর গোড়ালি আর স্নানঘর দেখে।’ কথাটা একেবারে অগ্রাহ্য করার মতো নয়। দিন শেষে বাড়ি ফিরে গোসলখানায় গিয়ে আমরা সব ক্লান্তি এবং শরীরের ধুলো, ময়লা, দূষণ ধুয়ে নিই। ফলে ওই জায়গা পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রয়েছে কি না, সেটিও বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন
৭ ঘণ্টা আগেবাইরের ধুলাবালি, রোদের তাপ এবং বয়সের কারণে ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। ত্বকের অতিরিক্ত শুষ্কতা, বলিরেখা, পোরস, ব্রণসহ আরও নানা জটিলতা থেকে মুক্তি পেতে বর্তমানে বিভিন্ন ধরনের সেরাম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।
৮ ঘণ্টা আগে