ফিচার ডেস্ক
প্রতি বছরই বাজারে আসে বিভিন্ন ধরণের নতুন নতুন টেক গ্যাজেট। সেই ধারাবাহিকতা বজায় ছিল এ বছরও। বিশ্বখ্যাত সব ব্র্যান্ড তাদের নতুন প্রযুক্তি পণ্য বাজারে এনেছিল বছরের বিভিন্ন সময়। এই গ্যাজেটগুলোর আপগ্রেড ভার্সন নিজের জন্য তো বটেই হতে পারে প্রিয়জনদের জন্য চমৎকার উপহার।
আঙ্কার প্রাইম পাওয়ার ব্যাংক
এই পাওয়ার ব্যাংক স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ চার্জ করতেও সক্ষম। এর বিশেষত্ব বিশাল ক্যাপাসিটি এবং একটি রঙিন স্ক্রিন। এতে ব্যবহারকারীরা চার্জিং প্রক্রিয়া দেখতে পারে। এ ছাড়া এর মাধ্যমে এক সঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা সম্ভব। বর্তমানে এর বাজার মূল্য ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
মোবাইল গেমিং কন্ট্রোলার
গেমিং দুনিয়ায় এক নতুন পালক যোগ করেছে রেজার কিশি আলট্রা মোবাইল গেমিং কন্ট্রোলার। এর নকশা, নিয়ন্ত্রণ ক্ষমতা গেমারদের নতুন এক অভিজ্ঞতা দেয়। এটি যেকোনো স্মার্টফোন ছাড়াও ছোট ট্যাবের সঙ্গে ব্যবহার করা যাবে। বাজার মূল্য ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
এয়ার পিউরিফায়ার
কোওয়ে এয়ার মেগা ১০০ এয়ার পিউরিফায়ার ছোট আকারের মধ্যে জন্য বেশ জনপ্রিয়। এতে রয়েছে উন্নত এয়ার ফিল্ট্রেশন ব্যবস্থা। এ ছাড়া রয়েছে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডিকেটর যা ঘরের বাতাসের মান নির্দেশ করবে। এর ব্যবহার খুবই সহজ। এর বাজার মূল্য ৮৩ ডলার বা প্রায় ১০ হাজার টাকা।
গো প্রো হিরো–১৩ ব্ল্যাক
গো প্রোর নতুন হিরো–১৩ ব্ল্যাক বর্তমানে বাজারের সেরা অ্যাকশন ক্যামেরা হিসেবে পরিচিত। এটি ছোট ও সহজে বহনযোগ্য এবং সব ধরনের সংযোগ সুবিধা রয়েছে এতে। ক্যামেরাটি ৫ দশমিক ৩কে রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারে। এ ছাড়া এতে লাইভ স্ট্রিম করার সুবিধাও রয়েছে। বাজার মূল্য ৩০০ ডলার বা প্রায় ৩৬ হাজার টাকা।
ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকার
ক্লিপস দ্য ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকারটি শব্দের গুণগতমানের ২০২৪ সালের জনপ্রিয় টেক গ্যাজেটগুলোর একটি। এ ছাড়া এটি ব্যবহার করে অন্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যাবে। এর বাজার মূল্য ১৭৫ ডলার বা প্রায় ২১ হাজার টাকা।
বিটস স্টুডিও এয়ারবাডস
আধুনিক ডিজাইন, কমফোর্টেবল ফিট, বাটন কন্ট্রোল, অসাধারণ সাউন্ড কোয়ালিটি, নয়েজ ক্যানসেলেশন এবং দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য বিটস স্টুডিও এয়ারবাডস বেশ জনপ্রিয়। এর দাম ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
টিপি–লিংক ওয়াইফাই সিস্টেম
টিপি–লিংক এ বছর বাজারে আনে তাদের নতুন ওয়াইফাই সিস্টেম। এর মডেল ডেকো বিই১০০০০ মেশ ওয়াইফাই ৭। এই এক রাউটার দিয়ে ৩ হাজার বর্গফুট জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। এতে রয়েছে বর্তমানে সময়ে সবচেয়ে আধুনিক ওয়াইফাই ৭ প্রযুক্তি। এর দাম ২৩৩ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা।
আমাজন স্মার্ট অ্যালার্ম ক্লক
আমাজন এ বছর নিয়ে এসেছে তাদের নতুন স্মার্ট অ্যালার্ম ক্লক। সময় দেখানো ছাড়াও এই স্মার্ট ক্লক আবহাওয়া তথ্য, হোম কন্ট্রোলসহ আরও অন্যান্য দরকারি কাজ করে থাকে। এর বাজার মূল্য ৪৫ ডলার বা প্রায় ৫ হাজার ৩০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭
এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় এক স্মার্টওয়াচ। স্বাস্থ্য ও ফিটনেসের দিকে নজর রাখতে সহায়ক এ ডিভাইসটি। এ ছাড়া এটি পানির ৫০ মিটার গভীরতায় অক্ষত থাকবে। এর বাজার মূল্য ২৩৪ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা।
আরলো ২–কে আউটডোর সিকিউরিটি ক্যামেরা
এই সিকিউরিটি ক্যামেরা বাড়ির ভেতর ও বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। এতে রয়েছে মোশন ডিটেকশন এবং ২–কে রেজ্যুলেশন ভিডিও রেকর্ড সুবিধা। এর রিচার্জেবল ব্যাটারির চার্জ থাকবে কয়েক মাস পর্যন্ত। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। দাম ৫৭ ডলার বা প্রায় ৭ হাজার টাকা।
সূত্র: বেষ্ট প্রোডাক্ট
প্রতি বছরই বাজারে আসে বিভিন্ন ধরণের নতুন নতুন টেক গ্যাজেট। সেই ধারাবাহিকতা বজায় ছিল এ বছরও। বিশ্বখ্যাত সব ব্র্যান্ড তাদের নতুন প্রযুক্তি পণ্য বাজারে এনেছিল বছরের বিভিন্ন সময়। এই গ্যাজেটগুলোর আপগ্রেড ভার্সন নিজের জন্য তো বটেই হতে পারে প্রিয়জনদের জন্য চমৎকার উপহার।
আঙ্কার প্রাইম পাওয়ার ব্যাংক
এই পাওয়ার ব্যাংক স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ চার্জ করতেও সক্ষম। এর বিশেষত্ব বিশাল ক্যাপাসিটি এবং একটি রঙিন স্ক্রিন। এতে ব্যবহারকারীরা চার্জিং প্রক্রিয়া দেখতে পারে। এ ছাড়া এর মাধ্যমে এক সঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা সম্ভব। বর্তমানে এর বাজার মূল্য ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
মোবাইল গেমিং কন্ট্রোলার
গেমিং দুনিয়ায় এক নতুন পালক যোগ করেছে রেজার কিশি আলট্রা মোবাইল গেমিং কন্ট্রোলার। এর নকশা, নিয়ন্ত্রণ ক্ষমতা গেমারদের নতুন এক অভিজ্ঞতা দেয়। এটি যেকোনো স্মার্টফোন ছাড়াও ছোট ট্যাবের সঙ্গে ব্যবহার করা যাবে। বাজার মূল্য ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
এয়ার পিউরিফায়ার
কোওয়ে এয়ার মেগা ১০০ এয়ার পিউরিফায়ার ছোট আকারের মধ্যে জন্য বেশ জনপ্রিয়। এতে রয়েছে উন্নত এয়ার ফিল্ট্রেশন ব্যবস্থা। এ ছাড়া রয়েছে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডিকেটর যা ঘরের বাতাসের মান নির্দেশ করবে। এর ব্যবহার খুবই সহজ। এর বাজার মূল্য ৮৩ ডলার বা প্রায় ১০ হাজার টাকা।
গো প্রো হিরো–১৩ ব্ল্যাক
গো প্রোর নতুন হিরো–১৩ ব্ল্যাক বর্তমানে বাজারের সেরা অ্যাকশন ক্যামেরা হিসেবে পরিচিত। এটি ছোট ও সহজে বহনযোগ্য এবং সব ধরনের সংযোগ সুবিধা রয়েছে এতে। ক্যামেরাটি ৫ দশমিক ৩কে রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারে। এ ছাড়া এতে লাইভ স্ট্রিম করার সুবিধাও রয়েছে। বাজার মূল্য ৩০০ ডলার বা প্রায় ৩৬ হাজার টাকা।
ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকার
ক্লিপস দ্য ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকারটি শব্দের গুণগতমানের ২০২৪ সালের জনপ্রিয় টেক গ্যাজেটগুলোর একটি। এ ছাড়া এটি ব্যবহার করে অন্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যাবে। এর বাজার মূল্য ১৭৫ ডলার বা প্রায় ২১ হাজার টাকা।
বিটস স্টুডিও এয়ারবাডস
আধুনিক ডিজাইন, কমফোর্টেবল ফিট, বাটন কন্ট্রোল, অসাধারণ সাউন্ড কোয়ালিটি, নয়েজ ক্যানসেলেশন এবং দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য বিটস স্টুডিও এয়ারবাডস বেশ জনপ্রিয়। এর দাম ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।
টিপি–লিংক ওয়াইফাই সিস্টেম
টিপি–লিংক এ বছর বাজারে আনে তাদের নতুন ওয়াইফাই সিস্টেম। এর মডেল ডেকো বিই১০০০০ মেশ ওয়াইফাই ৭। এই এক রাউটার দিয়ে ৩ হাজার বর্গফুট জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। এতে রয়েছে বর্তমানে সময়ে সবচেয়ে আধুনিক ওয়াইফাই ৭ প্রযুক্তি। এর দাম ২৩৩ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা।
আমাজন স্মার্ট অ্যালার্ম ক্লক
আমাজন এ বছর নিয়ে এসেছে তাদের নতুন স্মার্ট অ্যালার্ম ক্লক। সময় দেখানো ছাড়াও এই স্মার্ট ক্লক আবহাওয়া তথ্য, হোম কন্ট্রোলসহ আরও অন্যান্য দরকারি কাজ করে থাকে। এর বাজার মূল্য ৪৫ ডলার বা প্রায় ৫ হাজার ৩০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭
এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় এক স্মার্টওয়াচ। স্বাস্থ্য ও ফিটনেসের দিকে নজর রাখতে সহায়ক এ ডিভাইসটি। এ ছাড়া এটি পানির ৫০ মিটার গভীরতায় অক্ষত থাকবে। এর বাজার মূল্য ২৩৪ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা।
আরলো ২–কে আউটডোর সিকিউরিটি ক্যামেরা
এই সিকিউরিটি ক্যামেরা বাড়ির ভেতর ও বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। এতে রয়েছে মোশন ডিটেকশন এবং ২–কে রেজ্যুলেশন ভিডিও রেকর্ড সুবিধা। এর রিচার্জেবল ব্যাটারির চার্জ থাকবে কয়েক মাস পর্যন্ত। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। দাম ৫৭ ডলার বা প্রায় ৭ হাজার টাকা।
সূত্র: বেষ্ট প্রোডাক্ট
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১৪ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১৫ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১৭ ঘণ্টা আগে