Ajker Patrika

নতুন বছরের উপহার হতে পারে এই ১০ গ্যাজেট

ফিচার ডেস্ক
নতুন বছরের উপহার হতে পারে এই ১০ গ্যাজেট

প্রতি বছরই বাজারে আসে বিভিন্ন ধরণের নতুন নতুন টেক গ্যাজেট। সেই ধারাবাহিকতা বজায় ছিল এ বছরও। বিশ্বখ্যাত সব ব্র্যান্ড তাদের নতুন প্রযুক্তি পণ্য বাজারে এনেছিল বছরের বিভিন্ন সময়। এই গ্যাজেটগুলোর আপগ্রেড ভার্সন নিজের জন্য তো বটেই হতে পারে প্রিয়জনদের জন্য চমৎকার উপহার।

আঙ্কার প্রাইম পাওয়ার ব্যাংক
আঙ্কার প্রাইম পাওয়ার ব্যাংক

আঙ্কার প্রাইম পাওয়ার ব্যাংক
এই পাওয়ার ব্যাংক স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ চার্জ করতেও সক্ষম। এর বিশেষত্ব বিশাল ক্যাপাসিটি এবং একটি রঙিন স্ক্রিন। এতে ব্যবহারকারীরা চার্জিং প্রক্রিয়া দেখতে পারে। এ ছাড়া এর মাধ্যমে এক সঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা সম্ভব। বর্তমানে এর বাজার মূল্য ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।

মোবাইল গেমিং কন্ট্রোলার
মোবাইল গেমিং কন্ট্রোলার

মোবাইল গেমিং কন্ট্রোলার
গেমিং দুনিয়ায় এক নতুন পালক যোগ করেছে রেজার কিশি আলট্রা মোবাইল গেমিং কন্ট্রোলার। এর নকশা, নিয়ন্ত্রণ ক্ষমতা গেমারদের নতুন এক অভিজ্ঞতা দেয়। এটি যেকোনো স্মার্টফোন ছাড়াও ছোট ট্যাবের সঙ্গে ব্যবহার করা যাবে। বাজার মূল্য ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।

এয়ার পিউরিফায়ার
এয়ার পিউরিফায়ার

এয়ার পিউরিফায়ার
কোওয়ে এয়ার মেগা ১০০ এয়ার পিউরিফায়ার ছোট আকারের মধ্যে জন্য বেশ জনপ্রিয়। এতে রয়েছে উন্নত এয়ার ফিল্ট্রেশন ব্যবস্থা। এ ছাড়া রয়েছে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডিকেটর যা ঘরের বাতাসের মান নির্দেশ করবে। এর ব্যবহার খুবই সহজ। এর বাজার মূল্য ৮৩ ডলার বা প্রায় ১০ হাজার টাকা।

গো প্রো হিরো–১৩ ব্ল্যাক
গো প্রো হিরো–১৩ ব্ল্যাক

গো প্রো হিরো–১৩ ব্ল্যাক
গো প্রোর নতুন হিরো–১৩ ব্ল্যাক বর্তমানে বাজারের সেরা অ্যাকশন ক্যামেরা হিসেবে পরিচিত। এটি ছোট ও সহজে বহনযোগ্য এবং সব ধরনের সংযোগ সুবিধা রয়েছে এতে। ক্যামেরাটি ৫ দশমিক ৩কে রেজুলেশনের ভিডিও ধারণ করতে পারে। এ ছাড়া এতে লাইভ স্ট্রিম করার সুবিধাও রয়েছে। বাজার মূল্য ৩০০ ডলার বা প্রায় ৩৬ হাজার টাকা।

ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকার
ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকার

ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকার
ক্লিপস দ্য ওয়ান প্লাস ব্লুটুথ স্পিকারটি শব্দের গুণগতমানের ২০২৪ সালের জনপ্রিয় টেক গ্যাজেটগুলোর একটি। এ ছাড়া এটি ব্যবহার করে অন্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যাবে। এর বাজার মূল্য ১৭৫ ডলার বা প্রায় ২১ হাজার টাকা।

বিটস স্টুডিও এয়ারবাডস
বিটস স্টুডিও এয়ারবাডস

বিটস স্টুডিও এয়ারবাডস
আধুনিক ডিজাইন, কমফোর্টেবল ফিট, বাটন কন্ট্রোল, অসাধারণ সাউন্ড কোয়ালিটি, নয়েজ ক্যানসেলেশন এবং দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য বিটস স্টুডিও এয়ারবাডস বেশ জনপ্রিয়। এর দাম ১৩০ ডলার বা প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।

টিপি–লিংক ওয়াইফাই সিস্টেম
টিপি–লিংক ওয়াইফাই সিস্টেম

টিপি–লিংক ওয়াইফাই সিস্টেম
টিপি–লিংক এ বছর বাজারে আনে তাদের নতুন ওয়াইফাই সিস্টেম। এর মডেল ডেকো বিই১০০০০ মেশ ওয়াইফাই ৭। এই এক রাউটার দিয়ে ৩ হাজার বর্গফুট জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। এতে রয়েছে বর্তমানে সময়ে সবচেয়ে আধুনিক ওয়াইফাই ৭ প্রযুক্তি। এর দাম ২৩৩ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা।

আমাজন স্মার্ট অ্যালার্ম ক্লক
আমাজন স্মার্ট অ্যালার্ম ক্লক

আমাজন স্মার্ট অ্যালার্ম ক্লক
আমাজন এ বছর নিয়ে এসেছে তাদের নতুন স্মার্ট অ্যালার্ম ক্লক। সময় দেখানো ছাড়াও এই স্মার্ট ক্লক আবহাওয়া তথ্য, হোম কন্ট্রোলসহ আরও অন্যান্য দরকারি কাজ করে থাকে। এর বাজার মূল্য ৪৫ ডলার বা প্রায় ৫ হাজার ৩০০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৭
এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় এক স্মার্টওয়াচ। স্বাস্থ্য ও ফিটনেসের দিকে নজর রাখতে সহায়ক এ ডিভাইসটি। এ ছাড়া এটি পানির ৫০ মিটার গভীরতায় অক্ষত থাকবে। এর বাজার মূল্য ২৩৪ ডলার বা প্রায় ২৮ হাজার টাকা।

আরলো ২–কে আউটডোর সিকিউরিটি ক্যামেরা
আরলো ২–কে আউটডোর সিকিউরিটি ক্যামেরা

আরলো ২–কে আউটডোর সিকিউরিটি ক্যামেরা
এই সিকিউরিটি ক্যামেরা বাড়ির ভেতর ও বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। এতে রয়েছে মোশন ডিটেকশন এবং ২–কে রেজ্যুলেশন ভিডিও রেকর্ড সুবিধা। এর রিচার্জেবল ব্যাটারির চার্জ থাকবে কয়েক মাস পর্যন্ত। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। দাম ৫৭ ডলার বা প্রায় ৭ হাজার টাকা।

সূত্র: বেষ্ট প্রোডাক্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত