নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।
খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।
তেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।
ছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।
শোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস।
সূত্র: হোমড ইট
বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।
খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।
তেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।
ছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।
শোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস।
সূত্র: হোমড ইট
ভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
৩ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
৫ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১১ ঘণ্টা আগেদীর্ঘ জীবনের কথা উঠলে সাধারণত গ্রিসের ইকারিয়া, জাপানের ওকিনাওয়া, কোস্টারিকার নিকোয়া কিংবা ইতালির সার্দিনিয়ার নাম শোনা যায়। এই জায়গাগুলোকে বলা হয় বিশ্বের ‘ব্লু জোন’। এসব জায়গার মানুষ অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি দিন বাঁচে।
১৩ ঘণ্টা আগে