কফি খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের বাড়িতে কয়েক ধরনের কফি থাকবে–এটাই স্বাভাবিক। অনেক সময় দীর্ঘদিন সেলফের ওপর বসে থাকা কফির কৌটোয় জমে যাওয়া পুরোনো কফি খেয়ে খুব একটা আয়েশ হয় না। নতুন কফির কৌটোর মুখ খোলার আগে ভাবুন তো পুরোনো কফি ফেলে দেবেন, নাকি কাজে লাগাবেন অন্যভাবে।
সার হিসেবে
গাছের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানই মাটিতে অনুপস্থিত থাকে। যার ফলে গাছের টবে সার দেওয়ার প্রয়োজন পড়ে। কফিগুঁড়োয় রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম; যা গাছের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। তা ছাড়া কফিগুঁড়ো মাটিকে দূষিত হতে দেয় না।
পোকামাকড় তাড়াতে
মশা, মাছি ও ছোট ছোট উড়ন্ত পোকা তাড়াতে পুরোনো কফি খুবই কার্যকর। রান্নাঘরের জানালা, মূল দরজার পাশে একটি বাটিতে কফিগুঁড়ো ঢেলে রেখে দিন। অনেক সময় বারান্দার গাছে শামুকসহ নানা ধরনের পোকা থাকে। সে ক্ষেত্রে টানা কয়েক দিন সামান্য পরিমাণে কফিগুঁড়ো ছিটিয়ে দিলে এগুলো আর আসবে না।
দুর্গন্ধ থেকে মুক্তি
সারা দিন পর বাড়ি ফিরে ঘরে গুমোট গন্ধ পাচ্ছেন? বা ফ্রিজে দুর্গন্ধ? এর সহজ সমাধান হতে পারে আপনার রান্নাঘরে পড়ে থাকা পুরোনো কফির বোতলটি। কফি দুর্গন্ধ শুষে নিতে খুবই ভালো কাজ করে। বাসা থেকে বের হওয়ার আগে ব্যবহার করা হচ্ছে না এমন মোজায় কফিগুঁড়ো ঢেলে বেঁধে ঝুলিয়ে রাখুন। এয়ার ফ্রেশনারের কাজ হবে। জুতো, ব্যাগ, ড্রয়ারের ভেতরে রেখে দিন। ফ্রেশ থাকবে।
প্রাকৃতিক স্ক্র্যাব
ত্বক পরিষ্কার করতে কফি খুব ভালো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বকের জীবাণুনাশ করে। নমনীয়তা আনতে কফিগুঁড়ো দিয়ে ত্বক স্ক্র্যাব করলে সুফল পাওয়া যায়।
কাপড় রং করতে
পুরোনো কফি দিয়ে কাপড় রং করা যায়। সুতি, লিনেন ও রেয়ন কাপড় খুব সহজেই কফি দিয়ে রং করা যায়। পানিতে পরিমাণমতো কফিগুঁড়ো দিয়ে কাপড় ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর তুলে ধুয়ে শুকাতে দিন।
সূত্র: হেলথলাইন
কফি খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের বাড়িতে কয়েক ধরনের কফি থাকবে–এটাই স্বাভাবিক। অনেক সময় দীর্ঘদিন সেলফের ওপর বসে থাকা কফির কৌটোয় জমে যাওয়া পুরোনো কফি খেয়ে খুব একটা আয়েশ হয় না। নতুন কফির কৌটোর মুখ খোলার আগে ভাবুন তো পুরোনো কফি ফেলে দেবেন, নাকি কাজে লাগাবেন অন্যভাবে।
সার হিসেবে
গাছের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানই মাটিতে অনুপস্থিত থাকে। যার ফলে গাছের টবে সার দেওয়ার প্রয়োজন পড়ে। কফিগুঁড়োয় রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম; যা গাছের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। তা ছাড়া কফিগুঁড়ো মাটিকে দূষিত হতে দেয় না।
পোকামাকড় তাড়াতে
মশা, মাছি ও ছোট ছোট উড়ন্ত পোকা তাড়াতে পুরোনো কফি খুবই কার্যকর। রান্নাঘরের জানালা, মূল দরজার পাশে একটি বাটিতে কফিগুঁড়ো ঢেলে রেখে দিন। অনেক সময় বারান্দার গাছে শামুকসহ নানা ধরনের পোকা থাকে। সে ক্ষেত্রে টানা কয়েক দিন সামান্য পরিমাণে কফিগুঁড়ো ছিটিয়ে দিলে এগুলো আর আসবে না।
দুর্গন্ধ থেকে মুক্তি
সারা দিন পর বাড়ি ফিরে ঘরে গুমোট গন্ধ পাচ্ছেন? বা ফ্রিজে দুর্গন্ধ? এর সহজ সমাধান হতে পারে আপনার রান্নাঘরে পড়ে থাকা পুরোনো কফির বোতলটি। কফি দুর্গন্ধ শুষে নিতে খুবই ভালো কাজ করে। বাসা থেকে বের হওয়ার আগে ব্যবহার করা হচ্ছে না এমন মোজায় কফিগুঁড়ো ঢেলে বেঁধে ঝুলিয়ে রাখুন। এয়ার ফ্রেশনারের কাজ হবে। জুতো, ব্যাগ, ড্রয়ারের ভেতরে রেখে দিন। ফ্রেশ থাকবে।
প্রাকৃতিক স্ক্র্যাব
ত্বক পরিষ্কার করতে কফি খুব ভালো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বকের জীবাণুনাশ করে। নমনীয়তা আনতে কফিগুঁড়ো দিয়ে ত্বক স্ক্র্যাব করলে সুফল পাওয়া যায়।
কাপড় রং করতে
পুরোনো কফি দিয়ে কাপড় রং করা যায়। সুতি, লিনেন ও রেয়ন কাপড় খুব সহজেই কফি দিয়ে রং করা যায়। পানিতে পরিমাণমতো কফিগুঁড়ো দিয়ে কাপড় ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর তুলে ধুয়ে শুকাতে দিন।
সূত্র: হেলথলাইন
ভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
৮ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
৯ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১৫ ঘণ্টা আগেদীর্ঘ জীবনের কথা উঠলে সাধারণত গ্রিসের ইকারিয়া, জাপানের ওকিনাওয়া, কোস্টারিকার নিকোয়া কিংবা ইতালির সার্দিনিয়ার নাম শোনা যায়। এই জায়গাগুলোকে বলা হয় বিশ্বের ‘ব্লু জোন’। এসব জায়গার মানুষ অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি দিন বাঁচে।
১৭ ঘণ্টা আগে