নারীরা সাধারণত পুরুষের যত্ন ও দায়িত্বশীল আচরণ বেশি পছন্দ করেন। তাঁদের প্রতি খোলামেলা মনোভাবে বেশি মুগ্ধ হন। যদিও প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। তবুও কিছু সাধারণ কাজ বা গুণাবলি রয়েছে, যা বেশির ভাগ নারীদের কাছে আকর্ষণীয়। নিচে সেগুলো তুলে ধরা হলো:
১. শ্রদ্ধাশীল আচরণ: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা তাঁদের ব্যক্তিত্ব, মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। অপমান বা অবজ্ঞার পরিবর্তে নারীদের মর্যাদা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ।
২. আন্তরিকতা এবং সততা: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা সৎ এবং খোলামেলা। মিথ্যার চেয়ে সৎ থাকা সম্পর্ককে মজবুত করে।
৩. যত্নশীল হওয়া: নারীরা ভালোবাসেন যখন একজন পুরুষ তাঁদের স্বাস্থ্যের, সুখের এবং প্রয়োজনের প্রতি যত্নশীল হন।
৪. সাপোর্টিভ আচরণ: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা তাঁদের স্বপ্ন, পছন্দ এবং লক্ষ্য পূরণে উৎসাহ দেন। জীবনের যেকোনো চ্যালেঞ্জে তাঁদের পাশে দাঁড়ান।
৫. ভালো শ্রোতা হওয়া: নারীরা পছন্দ করেন যখন পুরুষ তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো গুরুত্ব দেন।
৬. ছোট ছোট রোমান্টিক অঙ্গভঙ্গি: ফুল দেওয়া, প্রিয় গান শোনানো বা চমকপ্রদ উপহার নারীদের আনন্দিত করে। এসব কাজ সম্পর্ককে মধুর করে তোলে।
৭. সহমর্মিতা: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা তাঁদের অনুভূতির প্রতি সংবেদনশীল এবং সহমর্মী।
৮. পরিচ্ছন্নতা এবং রুচিশীলতা: পরিপাটি পোশাক পরা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রুচিশীল জীবনযাপন নারীদের আকর্ষণ করে।
৯. কৃতজ্ঞতা প্রকাশ করা: ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানানো বা প্রশংসা করা সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করে।
১০. দায়িত্ব ভাগ করে নেওয়া: সংসারের কাজ বা দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া নারীদের কাছে খুবই প্রশংসনীয়।
১১. ইতিবাচক দৃষ্টিভঙ্গি: জীবনের প্রতি ইতিবাচক মনোভাব এবং সমস্যা সমাধানে আত্মবিশ্বাস নারীদের কাছে আকর্ষণীয়।
১২. বন্ধু হিসেবে থাকা: ভালো সঙ্গী হওয়ার পাশাপাশি একজন বন্ধু হিসেবে নারীর পাশে থাকা সম্পর্ককে আরও গভীর করে।
১৩. বুদ্ধিমত্তা এবং জ্ঞান: জীবনের বিভিন্ন বিষয়ে জ্ঞান ও বুদ্ধিমত্তা নারীদের আকর্ষণ করে।
প্রত্যেক নারীর পছন্দ আলাদা, তবে কিছু সাধারণ গুণাবলি যেমন যত্নশীলতা, শ্রদ্ধা, সহানুভূতি এবং সাপোর্টিভ আচরণ অনেক নারীকেই আকৃষ্ট করে। একজন পুরুষের মধ্যে এসব গুণাবলি থাকলে সম্পর্ক আরও মধুর ও স্থায়ী হতে পারে।
নারীরা সাধারণত পুরুষের যত্ন ও দায়িত্বশীল আচরণ বেশি পছন্দ করেন। তাঁদের প্রতি খোলামেলা মনোভাবে বেশি মুগ্ধ হন। যদিও প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। তবুও কিছু সাধারণ কাজ বা গুণাবলি রয়েছে, যা বেশির ভাগ নারীদের কাছে আকর্ষণীয়। নিচে সেগুলো তুলে ধরা হলো:
১. শ্রদ্ধাশীল আচরণ: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা তাঁদের ব্যক্তিত্ব, মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। অপমান বা অবজ্ঞার পরিবর্তে নারীদের মর্যাদা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ।
২. আন্তরিকতা এবং সততা: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা সৎ এবং খোলামেলা। মিথ্যার চেয়ে সৎ থাকা সম্পর্ককে মজবুত করে।
৩. যত্নশীল হওয়া: নারীরা ভালোবাসেন যখন একজন পুরুষ তাঁদের স্বাস্থ্যের, সুখের এবং প্রয়োজনের প্রতি যত্নশীল হন।
৪. সাপোর্টিভ আচরণ: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা তাঁদের স্বপ্ন, পছন্দ এবং লক্ষ্য পূরণে উৎসাহ দেন। জীবনের যেকোনো চ্যালেঞ্জে তাঁদের পাশে দাঁড়ান।
৫. ভালো শ্রোতা হওয়া: নারীরা পছন্দ করেন যখন পুরুষ তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো গুরুত্ব দেন।
৬. ছোট ছোট রোমান্টিক অঙ্গভঙ্গি: ফুল দেওয়া, প্রিয় গান শোনানো বা চমকপ্রদ উপহার নারীদের আনন্দিত করে। এসব কাজ সম্পর্ককে মধুর করে তোলে।
৭. সহমর্মিতা: নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যাঁরা তাঁদের অনুভূতির প্রতি সংবেদনশীল এবং সহমর্মী।
৮. পরিচ্ছন্নতা এবং রুচিশীলতা: পরিপাটি পোশাক পরা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রুচিশীল জীবনযাপন নারীদের আকর্ষণ করে।
৯. কৃতজ্ঞতা প্রকাশ করা: ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানানো বা প্রশংসা করা সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করে।
১০. দায়িত্ব ভাগ করে নেওয়া: সংসারের কাজ বা দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া নারীদের কাছে খুবই প্রশংসনীয়।
১১. ইতিবাচক দৃষ্টিভঙ্গি: জীবনের প্রতি ইতিবাচক মনোভাব এবং সমস্যা সমাধানে আত্মবিশ্বাস নারীদের কাছে আকর্ষণীয়।
১২. বন্ধু হিসেবে থাকা: ভালো সঙ্গী হওয়ার পাশাপাশি একজন বন্ধু হিসেবে নারীর পাশে থাকা সম্পর্ককে আরও গভীর করে।
১৩. বুদ্ধিমত্তা এবং জ্ঞান: জীবনের বিভিন্ন বিষয়ে জ্ঞান ও বুদ্ধিমত্তা নারীদের আকর্ষণ করে।
প্রত্যেক নারীর পছন্দ আলাদা, তবে কিছু সাধারণ গুণাবলি যেমন যত্নশীলতা, শ্রদ্ধা, সহানুভূতি এবং সাপোর্টিভ আচরণ অনেক নারীকেই আকৃষ্ট করে। একজন পুরুষের মধ্যে এসব গুণাবলি থাকলে সম্পর্ক আরও মধুর ও স্থায়ী হতে পারে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৭ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে