মেহরাব মাসাঈদ হাবিব
সম্প্রতি বাংলাদেশে ব্রিটেনের মরিস গ্যারাজেস মোটরসের (এমজি) গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শৌখিন গাড়ি ক্রেতারা অনেকেই কম দামে ভালো মানের এসইউভি পাচ্ছেন বলে এমজির গাড়িগুলোর চাহিদাও বাড়ছে বেশ।
সম্প্রতি এমজি তাদের নতুন আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি এমজি সাইবারস্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎ-চালিত এই স্পোর্টস কারের সর্বোচ্চ গতি ৮০০ কিলোমিটার। যাঁরা গেম খেলতে ভালোবাসেন, তাঁদের নিঃসন্দেহে গাড়িটি পছন্দ হবে।
কারণ, গাড়িটির ককপিট, স্টিয়ারিং হুইল একদম গেমিং কনসোলের মতো। এ ছাড়া থাকবে ফাইভ জি’র সব সুবিধা।
এমজিবি রোডস্টার স্পোর্টস কারের আদলে গাড়িটির ডিজাইন করতে এমজি ডিজাইন টিমের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। গাড়ির সামনে গোল হেডলাইট রয়েছে। এ ছাড়া ইন্টেরিয়রে রয়েছে জিরো গ্রাভিটি সিট, গেমিং কনসোল স্টিয়ারিং হুইল ইত্যাদির মতো দারুণ সব ফিচার।
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার এবং ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। গাড়ির দাম ও অন্যান্য বিস্তারিত জানা যাবে গাড়িটি বাজারে এলে।
ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
সম্প্রতি বাংলাদেশে ব্রিটেনের মরিস গ্যারাজেস মোটরসের (এমজি) গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শৌখিন গাড়ি ক্রেতারা অনেকেই কম দামে ভালো মানের এসইউভি পাচ্ছেন বলে এমজির গাড়িগুলোর চাহিদাও বাড়ছে বেশ।
সম্প্রতি এমজি তাদের নতুন আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি এমজি সাইবারস্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎ-চালিত এই স্পোর্টস কারের সর্বোচ্চ গতি ৮০০ কিলোমিটার। যাঁরা গেম খেলতে ভালোবাসেন, তাঁদের নিঃসন্দেহে গাড়িটি পছন্দ হবে।
কারণ, গাড়িটির ককপিট, স্টিয়ারিং হুইল একদম গেমিং কনসোলের মতো। এ ছাড়া থাকবে ফাইভ জি’র সব সুবিধা।
এমজিবি রোডস্টার স্পোর্টস কারের আদলে গাড়িটির ডিজাইন করতে এমজি ডিজাইন টিমের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। গাড়ির সামনে গোল হেডলাইট রয়েছে। এ ছাড়া ইন্টেরিয়রে রয়েছে জিরো গ্রাভিটি সিট, গেমিং কনসোল স্টিয়ারিং হুইল ইত্যাদির মতো দারুণ সব ফিচার।
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার এবং ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। গাড়ির দাম ও অন্যান্য বিস্তারিত জানা যাবে গাড়িটি বাজারে এলে।
ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
সমরেশ মজুমদার বলেছিলেন, ‘ব্যক্তির রুচি বোঝা যায় তাঁর গোড়ালি আর স্নানঘর দেখে।’ কথাটা একেবারে অগ্রাহ্য করার মতো নয়। দিন শেষে বাড়ি ফিরে গোসলখানায় গিয়ে আমরা সব ক্লান্তি এবং শরীরের ধুলো, ময়লা, দূষণ ধুয়ে নিই। ফলে ওই জায়গা পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রয়েছে কি না, সেটিও বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন
১ ঘণ্টা আগেবাইরের ধুলাবালি, রোদের তাপ এবং বয়সের কারণে ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। ত্বকের অতিরিক্ত শুষ্কতা, বলিরেখা, পোরস, ব্রণসহ আরও নানা জটিলতা থেকে মুক্তি পেতে বর্তমানে বিভিন্ন ধরনের সেরাম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগেযে পুরুষেরা রূপচর্চায় খুবই উদাসীন, তাঁরাও কিন্তু শেভ করেন মন দিয়ে। ফুল ক্লিন শেভ না করে যাঁরা নানান স্টাইলে দাড়ি রাখেন, তাঁদেরও প্রয়োজন হয় খুব ভালো একটি রেজর এবং দারুণ কোনো শেভিং ক্রিম। শেভ করারও কিছু কায়দা আছে।
৩ ঘণ্টা আগেএকা ভ্রমণ করলেও আপনি কিন্তু একা নন। কিছু কার্যকর কৌশল অবলম্বন করলে পৌঁছে যেতে পারেন স্থানীয় সংস্কৃতির খুব কাছাকাছি, আর গড়ে তুলতে পারেন বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধ। দূর করতে পারেন নিঃসঙ্গতা। পেতে পারেন আত্ম-আবিষ্কারের সুযোগ। এই আত্ম-আবিষ্কারে বড় সহচর হতে পারে একজন নতুন বন্ধু।
১২ ঘণ্টা আগে