জীবনের প্রতিটি দিন ছবি আঁকার মতোই নিজেকে ফ্যাশনেবল রাখা ছিল ফ্রিদা কাহলোর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা তাঁর পোশাক ও অলংকার ব্যবহারের ধরন দেখেই বোঝা যায়। মেক্সিকান এই চিত্রশিল্পী নাকি ঘণ্টার পর ঘণ্টা আয়না দেখতে ভালোবাসতেন। ভালোবাসতেন সানফ্রান্সিসকোর চীনা টাউনের ডিপার্টমেন্ট স্টোরগুলো থেকে কেনাকাটা করতে।
কাহলোর লিনেনের স্কার্ট, পুরু জোড়া ভ্রু, ফুল দিয়ে চুল সাজানোর স্টাইল—সবকিছুই গোটা ফ্যাশন বিশ্বে বরাবরই ছাপ ফেলেছে। ফরাসি ফ্যাশন ব্র্যান্ড জিবঁশি, ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানা ও আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড ক্যারোলিনা হেরেরার ডিজাইনারেরা বরাবরই কাহলোর ফ্যাশন ধারাকে লুফে নিয়েছেন।
বিশেষভাবে উল্লেখ করতে গেলে, ডলচে অ্যান্ড গাবানার ২০১৩ সালের বসন্ত সংগ্রহের জুতোগুলো ফ্রিদার লাল চামড়ার বুটের অনুপ্রেরণায় নকশা করা হয়েছিল। তাতে ছিল চাইনিজ মোটিফের সূচিকর্ম।
দেশীয় গয়নায় ফ্রিদা
বোহেমিয়ান ও মিনিমাল স্টাইল অনুকরণকারীদের বদৌলতে আমাদের দেশেও ফ্রিদা কাহলো ঘরানার পোশাক ও অনুষঙ্গ ব্যবহারের চল শুরু হয়েছে সম্প্রতি। বিশেষত গয়নার কথাই যদি বলা হয়, দেখা যাবে এই সময়ে গয়নার জগতে একটি বড় জায়গা করে নিয়েছে কাঠের গয়না। চটজলদি বের হওয়ার জন্য পরতেও সহজ আবার সাদরে তুলে রাখার ঝামেলাও নেই। বড় কথা, কাঠের গয়না যেকোনো সময় যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায় বেশ। এসবের বাইরেও গল্প যা আছে, তা ওই শুরুর লাইনেই। নিজের পরিহিত গয়নায় যদি খুঁজে পাওয়া যায় প্রিয় চিত্রশিল্পীর প্রতিকৃতি, তবে আনন্দ আর রাখে কে!
‘আরুণিকার’ কর্ণধার অরুণিতা ঘোষাল কাঠের গয়না নকশা করেন। প্রথমে কাঠ মাপমতো কেটে তার ওপর হ্যান্ডপেইন্ট বা প্রিন্ট করা হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় বিভিন্ন রং, নানা রকম সুতা, মেটাল, বিডস ইত্যাদি। ক্রেতাদের পছন্দের চরিত্র কিংবা থিম নিয়ে কাজ করেন তিনি।
অরুণিতা ঘোষাল বলেন, ফ্রিদা কাহলো এমন একজন চিত্রশিল্পী, যাঁর ট্র্যাজিক ও ড্রামাটিক জীবনের কাহিনি কমবেশি সবারই জানা। এর পাশাপাশি ফ্যাশনধারার জন্যও তিনি বেশ জনপ্রিয়। তাঁর পোশাকে, গয়নায়, চিত্রকর্মে বারবার মেক্সিকান মোটিফ, পশু-পাখি, ফুল, উজ্জ্বল রঙের ব্যবহার দেখা যায়। নিজেকে প্রকাশ করতে এবং ঐতিহ্যকে ফ্যাশনে পরিণত করতে সবাই পারে না, তিনি পেরেছেন।
অরুণিতা জানান, ফ্রিদা কাহলোর প্রতিকৃতি নিয়ে অনেক ধরনের জুয়েলারি তাঁরা তৈরি করেছেন। সেগুলোর মধ্যে আছে: পেন্ডেন্ট, মালা, দুল ও আংটি। এসবের পাশাপাশি কাস্টমাইজ অর্ডার হিসেবে ক্রেতার পছন্দমতো ফ্রিদা কাহলো কিংবা তাঁর চিত্রকর্ম নিয়ে পণ্য তৈরি করে দেয় আরুণিকা। গয়নার বাইরেও তাদের রয়েছে ফ্রিদার প্রতিকৃতি নিয়ে বানানো মগ, ঘড়ি ও নোটবুক। নতুন করে এসেছে ফ্রিদা কাহলোর পেইন্টিংগুলো নিয়ে করা লুডু।
কাঠের গয়নায় রঙের আধিক্য থাকে। এ জন্য মিনিমাল বা বোহেমিয়ান ধাঁচের লুকের সঙ্গেও পরা যায় সেগুলো। আবার একেবারে সাদামাটা শাড়ি-ব্লাউজের সঙ্গে রং মিলিয়েও পরা যায় কাঠের গয়না। তাই এগুলো কেনায় আগ্রহী এখনকার নারীরা, জানান অরুণিতা।
জীবনের প্রতিটি দিন ছবি আঁকার মতোই নিজেকে ফ্যাশনেবল রাখা ছিল ফ্রিদা কাহলোর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা তাঁর পোশাক ও অলংকার ব্যবহারের ধরন দেখেই বোঝা যায়। মেক্সিকান এই চিত্রশিল্পী নাকি ঘণ্টার পর ঘণ্টা আয়না দেখতে ভালোবাসতেন। ভালোবাসতেন সানফ্রান্সিসকোর চীনা টাউনের ডিপার্টমেন্ট স্টোরগুলো থেকে কেনাকাটা করতে।
কাহলোর লিনেনের স্কার্ট, পুরু জোড়া ভ্রু, ফুল দিয়ে চুল সাজানোর স্টাইল—সবকিছুই গোটা ফ্যাশন বিশ্বে বরাবরই ছাপ ফেলেছে। ফরাসি ফ্যাশন ব্র্যান্ড জিবঁশি, ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানা ও আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড ক্যারোলিনা হেরেরার ডিজাইনারেরা বরাবরই কাহলোর ফ্যাশন ধারাকে লুফে নিয়েছেন।
বিশেষভাবে উল্লেখ করতে গেলে, ডলচে অ্যান্ড গাবানার ২০১৩ সালের বসন্ত সংগ্রহের জুতোগুলো ফ্রিদার লাল চামড়ার বুটের অনুপ্রেরণায় নকশা করা হয়েছিল। তাতে ছিল চাইনিজ মোটিফের সূচিকর্ম।
দেশীয় গয়নায় ফ্রিদা
বোহেমিয়ান ও মিনিমাল স্টাইল অনুকরণকারীদের বদৌলতে আমাদের দেশেও ফ্রিদা কাহলো ঘরানার পোশাক ও অনুষঙ্গ ব্যবহারের চল শুরু হয়েছে সম্প্রতি। বিশেষত গয়নার কথাই যদি বলা হয়, দেখা যাবে এই সময়ে গয়নার জগতে একটি বড় জায়গা করে নিয়েছে কাঠের গয়না। চটজলদি বের হওয়ার জন্য পরতেও সহজ আবার সাদরে তুলে রাখার ঝামেলাও নেই। বড় কথা, কাঠের গয়না যেকোনো সময় যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায় বেশ। এসবের বাইরেও গল্প যা আছে, তা ওই শুরুর লাইনেই। নিজের পরিহিত গয়নায় যদি খুঁজে পাওয়া যায় প্রিয় চিত্রশিল্পীর প্রতিকৃতি, তবে আনন্দ আর রাখে কে!
‘আরুণিকার’ কর্ণধার অরুণিতা ঘোষাল কাঠের গয়না নকশা করেন। প্রথমে কাঠ মাপমতো কেটে তার ওপর হ্যান্ডপেইন্ট বা প্রিন্ট করা হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় বিভিন্ন রং, নানা রকম সুতা, মেটাল, বিডস ইত্যাদি। ক্রেতাদের পছন্দের চরিত্র কিংবা থিম নিয়ে কাজ করেন তিনি।
অরুণিতা ঘোষাল বলেন, ফ্রিদা কাহলো এমন একজন চিত্রশিল্পী, যাঁর ট্র্যাজিক ও ড্রামাটিক জীবনের কাহিনি কমবেশি সবারই জানা। এর পাশাপাশি ফ্যাশনধারার জন্যও তিনি বেশ জনপ্রিয়। তাঁর পোশাকে, গয়নায়, চিত্রকর্মে বারবার মেক্সিকান মোটিফ, পশু-পাখি, ফুল, উজ্জ্বল রঙের ব্যবহার দেখা যায়। নিজেকে প্রকাশ করতে এবং ঐতিহ্যকে ফ্যাশনে পরিণত করতে সবাই পারে না, তিনি পেরেছেন।
অরুণিতা জানান, ফ্রিদা কাহলোর প্রতিকৃতি নিয়ে অনেক ধরনের জুয়েলারি তাঁরা তৈরি করেছেন। সেগুলোর মধ্যে আছে: পেন্ডেন্ট, মালা, দুল ও আংটি। এসবের পাশাপাশি কাস্টমাইজ অর্ডার হিসেবে ক্রেতার পছন্দমতো ফ্রিদা কাহলো কিংবা তাঁর চিত্রকর্ম নিয়ে পণ্য তৈরি করে দেয় আরুণিকা। গয়নার বাইরেও তাদের রয়েছে ফ্রিদার প্রতিকৃতি নিয়ে বানানো মগ, ঘড়ি ও নোটবুক। নতুন করে এসেছে ফ্রিদা কাহলোর পেইন্টিংগুলো নিয়ে করা লুডু।
কাঠের গয়নায় রঙের আধিক্য থাকে। এ জন্য মিনিমাল বা বোহেমিয়ান ধাঁচের লুকের সঙ্গেও পরা যায় সেগুলো। আবার একেবারে সাদামাটা শাড়ি-ব্লাউজের সঙ্গে রং মিলিয়েও পরা যায় কাঠের গয়না। তাই এগুলো কেনায় আগ্রহী এখনকার নারীরা, জানান অরুণিতা।
শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২ ঘণ্টা আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৪ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৫ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১ দিন আগে