নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিভিতে খাবারের অনুষ্ঠান দেখে কি কখনো খাবার বানানোর ইচ্ছা হয়েছে? কিন্তু ছোট বলে মা খাবার বানাতে দেননি? এমন কিছু ঘটে থাকলে ‘ফুড ট্র্যাক শেফ’ অ্যাপটি নামিয়ে খাবার বানাতে পারো। অ্যাপটিতে ট্যাকোস, কাবাব, নুডলস, রামেন, সুশি, ফাস্টফুড ও পিৎজাসহ অনেক খাবার বানানো যাবে। প্রথম রাউন্ডে পাস্তা ও কফি বানাতে হয়। ক্রেতাদের ফরমায়েশ পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার বানাতে হয়। অ্যাপটিতে খাবার বানাতে বানাতে লেভেল যত বাড়ে, ক্রেতার সংখ্যাও তত বাড়ে।
একজন যেতে না– যেতেই আরেকজন আসে। এতে চাপও বাড়ে। কে আগে এসেছে, সেটাও খেয়াল রাখতে হয়। আগে আসা ক্রেতাকে পরে খাবার দিলে পয়েন্ট কমে যায়। কারণ, খুব দ্রুত খাবার পরিবেশন না করলে ক্রেতারা রেগেমেগে চলে যায়। এতে পয়েন্ট জমানোর সুযোগ কমে।
সময়মতো ক্রেতার কাছে খাবার দিতে পারলে টাকা পাওয়া যায়। প্রতি ধাপে কত টাকা আয় করতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। সময়মতো চুলা থেকে না নামালে খাবার পুড়ে যায়। তখন ফেলে দিয়ে আবার বানাতে হয়। এতে সময় আরও কমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দিতে না পারলে একই লেভেল আবারও পার করতে হয়। গুগল অ্যাপ স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩। এতে ৪০টির বেশি লেভেল আছে। প্রতিটি লেভেলে মেন্যুর সংখ্যা বাড়ে।
ফলে রান্না করতে করতে মনে হয়, দুটির বদলে চারটি হাত থাকলে ভালো হতো। রান্নার সময় কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তখন সামনে ক্রেতা থাকলেও খাবার দেওয়া যায় না। এতে ধৈর্য ধারণ করতে শেখা যায়। অ্যাপটি ইনস্টলের জন্য মোবাইলে ১০৪ মেগাবাইটের ফ্রি জায়গা প্রয়োজন হবে। রেস্তোরাঁ ব্যবসা সম্পর্কে ধারণা পেতে চাইলে ফুড ট্র্যাক অ্যাপটি নামাতে পারো। এটি অফলাইনেও চালানো যায়।
টিভিতে খাবারের অনুষ্ঠান দেখে কি কখনো খাবার বানানোর ইচ্ছা হয়েছে? কিন্তু ছোট বলে মা খাবার বানাতে দেননি? এমন কিছু ঘটে থাকলে ‘ফুড ট্র্যাক শেফ’ অ্যাপটি নামিয়ে খাবার বানাতে পারো। অ্যাপটিতে ট্যাকোস, কাবাব, নুডলস, রামেন, সুশি, ফাস্টফুড ও পিৎজাসহ অনেক খাবার বানানো যাবে। প্রথম রাউন্ডে পাস্তা ও কফি বানাতে হয়। ক্রেতাদের ফরমায়েশ পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার বানাতে হয়। অ্যাপটিতে খাবার বানাতে বানাতে লেভেল যত বাড়ে, ক্রেতার সংখ্যাও তত বাড়ে।
একজন যেতে না– যেতেই আরেকজন আসে। এতে চাপও বাড়ে। কে আগে এসেছে, সেটাও খেয়াল রাখতে হয়। আগে আসা ক্রেতাকে পরে খাবার দিলে পয়েন্ট কমে যায়। কারণ, খুব দ্রুত খাবার পরিবেশন না করলে ক্রেতারা রেগেমেগে চলে যায়। এতে পয়েন্ট জমানোর সুযোগ কমে।
সময়মতো ক্রেতার কাছে খাবার দিতে পারলে টাকা পাওয়া যায়। প্রতি ধাপে কত টাকা আয় করতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়। সময়মতো চুলা থেকে না নামালে খাবার পুড়ে যায়। তখন ফেলে দিয়ে আবার বানাতে হয়। এতে সময় আরও কমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দিতে না পারলে একই লেভেল আবারও পার করতে হয়। গুগল অ্যাপ স্টোরে অ্যাপটির রেটিং ৪.৩। এতে ৪০টির বেশি লেভেল আছে। প্রতিটি লেভেলে মেন্যুর সংখ্যা বাড়ে।
ফলে রান্না করতে করতে মনে হয়, দুটির বদলে চারটি হাত থাকলে ভালো হতো। রান্নার সময় কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তখন সামনে ক্রেতা থাকলেও খাবার দেওয়া যায় না। এতে ধৈর্য ধারণ করতে শেখা যায়। অ্যাপটি ইনস্টলের জন্য মোবাইলে ১০৪ মেগাবাইটের ফ্রি জায়গা প্রয়োজন হবে। রেস্তোরাঁ ব্যবসা সম্পর্কে ধারণা পেতে চাইলে ফুড ট্র্যাক অ্যাপটি নামাতে পারো। এটি অফলাইনেও চালানো যায়।
ভাদ্র মাস চলছে। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ দেখে প্রাণ জুড়ালেও আবহাওয়া কিন্তু শুষ্ক ও গরম। একদিকে রোদে যেমন গা পুড়ছে, তেমনি ত্বকও হয়ে উঠছে শুষ্ক। কিছুদিন আগের তুলনায় পিপাসাও বেশি ঠাহর হচ্ছে। এই শরতে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত পানির অভাবে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে যায়।
৮ ঘণ্টা আগেবিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ডেনমার্ক টানা সাত বছর ধরে কখনো শীর্ষে, কখনো দু-এক পয়েন্ট হারিয়ে ওপরের দিকেই থাকছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এর অন্যতম কারণ হলো দেশটির শিশুদের বেড়ে ওঠার প্রক্রিয়া। ডেনমার্কে শিশুদের শুধু গণিত, বিজ্ঞান বা ভাষা শেখানো হয় না; সঙ্গে ছোটবেলা থেকে শেখানো হয় সহমর্মিতা।
৯ ঘণ্টা আগে‘সফট স্কিল’ শব্দটি এখন মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এর প্রকৃত অর্থ ও গুরুত্ব অনেক সময় ধোঁয়াশার মধ্যে থেকে যায়। সফট স্কিল বলতে বোঝানো হয়, ব্যক্তিগত চরিত্র, সম্পর্ক ও মনোভাবের দক্ষতা, যা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সমানভাবে প্রয়োজনীয়।
১৫ ঘণ্টা আগেদীর্ঘ জীবনের কথা উঠলে সাধারণত গ্রিসের ইকারিয়া, জাপানের ওকিনাওয়া, কোস্টারিকার নিকোয়া কিংবা ইতালির সার্দিনিয়ার নাম শোনা যায়। এই জায়গাগুলোকে বলা হয় বিশ্বের ‘ব্লু জোন’। এসব জায়গার মানুষ অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি দিন বাঁচে।
১৭ ঘণ্টা আগে