চাকরি না বদলিয়েই বেতন বাড়াবেন যেভাবে
চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি চাকরি বদলের প্রবণতাও। অনেকে নতুন চাকরির খোঁজ করে থাকেন, বিশেষ করে যখন বর্তমান চাকরিতে আর আগের মতো তৃপ্তি পাওয়া না যায়। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চাকরি না বদলে নিজের অবস্থানেই শক্ত করে দাঁড়িয়ে বেতন বাড়ানো সম্ভব।