Ajker Patrika

৪৯তম বিসিএস প্রস্তুতি: সমাজকর্ম

মো. মাসুম কামাল
ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন ৪৯তম বিসিএস (স্পেশাল) পরীক্ষায় সমাজকর্ম বা সমাজকল্যাণ বিষয়ে ২৫টি পদের বিপরীতে পরীক্ষা দেবেন কয়েক হাজার প্রার্থী। ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক তথা সমাজকর্মের ওপর থাকবে ১০০ নম্বরের এমসিকিউ। আপনাদের বিষয়ভিত্তিক প্রস্তুতির সুবিধার্থে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজকল্যাণ) মো. মাসুম কামাল

সিলেবাস ভালোভাবে পড়ুন

শুরুতে পিএসসি প্রদত্ত সিলেবাস ডাউনলোড করুন। পিএসসি প্রদত্ত প্রথম ও দ্বিতীয় পত্রের সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায়, এখানে মূলত সমাজকর্মের বেসিক টপিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বেশির ভাগ আমরা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষেই পড়েছি। তাই সিলেবাস ধরে ধরে সব টপিক আবার ভালো করে পড়তে হবে।

বই নির্বাচন

প্রথম পত্রের বেশির ভাগ টপিক সমাজকর্মের ইতিহাস ও দর্শন কোর্সের সঙ্গে মিলে যায়। তাই এ-সংক্রান্ত পঠিত বইটি রাখতে পারেন। এ ছাড়া দ্বিতীয় পত্র ও প্রথম পত্রের জন্য সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি, বাংলাদেশে সমাজকর্ম এবং মৌলিক বিষয়সম্পর্কিত বইগুলো পড়বেন।

সিলেবাসসংশ্লিষ্ট টপিকগুলোর জন্য নিচের বইগুলো রাখতে পারেন:

১। সমাজকর্ম–নুরুল ইসলাম স্যার অথবা অন্য কোনো লেখকের বেসিক বই।

২। দিগদর্শন বা অন্য যেকোনো প্রকাশনীর নিবন্ধন লিখিত গাইড।

  • উল্লেখ্য, ৪৯তম স্পেশাল বিসিএসের জন্য লেখক প্রকাশনী থেকে প্রকাশিত শিক্ষা ক্যাডার কর্মকর্তা তানিয়া আক্তারের লেখা ‘বিসিএস প্রিলিমিনারি সমাজকর্ম/সমাজকল্যাণ’ বইটিও দেখতে পারেন।

৩। এইচএসসি প্রথম ও দ্বিতীয় পত্র বই এবং গাইড (লেকচার বা অক্ষরপত্র প্রকাশনী)। এখান থেকে মূল বইয়ের এমসিকিউ এবং গাইড থেকে বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ অনুশীলন করতে পারেন।

এ বইগুলো সিলেবাস মোটামুটি কাভার করবে। প্রয়োজনে অন্য মৌলিক বই থেকেও সহায়তা নিন।

প্রশ্ন ইংরেজি না বাংলায় হবে?

পিএসসি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা মাধ্যমের বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিবেচনায় প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে।

মো. মাসুম কামাল।
মো. মাসুম কামাল।

ইংরেজি ভার্সনে যাঁরা পড়েছেন

আপনারা চাইলে ইংরেজি মাধ্যমেই প্রস্তুতি নিতে পারেন। সে ক্ষেত্রে এইচএসসি ইংরেজি মাধ্যম প্রথম ও দ্বিতীয় পত্র বই নেট থেকে ডাউনলোড করুন। অনুশীলনের জন্য ইংরেজি মাধ্যম গাইড থেকে এমসিকিউ সমাধান করতে পারেন। এ ছাড়া সিলেবাসসংশ্লিষ্ট টপিকগুলো অনার্স বা মাস্টার্সে পড়া বই থেকেও ঝালিয়ে নিন।

প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে হওয়ার কথা। তবু কোনো কারণে শুধু বাংলা বা শুধু ইংরেজি মাধ্যমে হলেও সমস্যা হবে না। যে ভাষাতেই হোক, কনসেপ্ট পরিষ্কার থাকলে উত্তর দিতে অসুবিধা হবে না।

কোচিং করবেন কি না

যেহেতু সিলেবাসের বিষয়গুলো আপনাদের আগেই পড়া আছে, তাই কোচিং অপরিহার্য নয়। তবে কোচিংয়ে রেডিমেড লেকচার শিট ও মডেল টেস্টের সুবিধা থাকলে চাইলে করতে পারেন। না হলে নিজেরা গ্রুপ স্টাডিও করতে পারেন।

জেনারেল পার্টের প্রস্তুতি

বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিসহ সব পার্টের জন্য শুরুতেই বিসিএসের বিগত প্রশ্ন ভালোভাবে পড়ুন। প্রতিটি বিষয় সিলেবাস অনুযায়ী প্রচলিত গাইড থেকে পড়তে হবে। এ পরীক্ষায় পিএসসিসহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর জব সল্যুশন অনুশীলন করুন। এতে অ্যাকুরেসি বাড়বে। ৪৭তম বিসিএসের জন্য প্রকাশিত মডেল টেস্ট থেকেও জেনারেল পার্টের প্রস্তুতি নিতে পারেন। তবে অবশ্যই টাইম মেইনটেইন করবেন।

বিসিএস লিখিত পরীক্ষায় প্রচুর ধকল সহ্য করতে হয়। কিন্তু স্পেশাল বিসিএসে সেটা নেই। শুধু এমসিকিউ আর ভাইভা দিয়েই ক্যাডার হওয়ার এ সুবর্ণ সুযোগ কাজে লাগান। আপনাদের জন্য শুভ কামনা।

অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত