Ajker Patrika

এক্সিকিউটিভ পদে ১০ জন নেবে যমুনা গ্রুপ

আপডেট : ২০ মে ২০২৩, ১৫: ৩৩
এক্সিকিউটিভ পদে ১০ জন নেবে যমুনা গ্রুপ

সম্প্রতি যমুনা গ্রুপে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অডিট বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (অডিট)। 
পদের সংখ্যা: ১০টি। 
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ পাস করতে হবে। এসিসিএ, এসিএ বা সিআইএমএ বিষয়ে পেশাগত দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা: পদসংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অডিট ইনভেস্টিগেশন, অডিটিং, ইন্টারনাল অডিটিং, ইনভেনটরি অডিট বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। 
বয়স: প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। 
প্রার্থীর ধরন: পদটিতে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের লিংক: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এ ছাড়া চাকরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে একই ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৩।

সূত্র: বিডিজবস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত