Ajker Patrika

সেনাবাহিনীর ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫: ২৪
সেনাবাহিনীর ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ফল প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরের মেজর মো. আরিফুর দৌলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ ১৯৯ প্রার্থীর তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর উত্তীর্ণ প্রার্থীদের বিএমএর যোগদান নির্দেশিকা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখে সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের প্রয়াস অডিটরিয়ামে উপস্থিত থাকতে হবে।

বিএমএর যোগদান নির্দেশিকার দিন প্রার্থীদের সঙ্গে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি, আইএসএসবির গ্রিন কার্ড, মেডিকেল ফিটনেস সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপিসহ প্রয়োজনীয় ডেটা রাখতে হবে।

এ ছাড়া যেসব প্রার্থীর আইএসএসবি/স্বাস্থ্য পরীক্ষা চলমান এবং যাঁরা স্বাস্থ্য পরীক্ষায় অস্থায়ীভাবে অযোগ্য, তাঁদের চূড়ান্তভাবে যোগ্য হওয়া সাপেক্ষে ২০ ডিসেম্বর প্রয়াস অডিটরিয়ামে যোগদানের নির্দেশিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত