Ajker Patrika

বশেমুরমেবিতে সহযোগী অধ্যাপক পদে চাকরি

চাকরি ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৩: ২৯
বশেমুরমেবিতে সহযোগী অধ্যাপক পদে চাকরি

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বশেমুরমেবি)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি/বায়োকেমিস্ট্রি/মলিকুলার বায়োলজি/মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতক (সম্মান) ও থিসিসসহ (প্রযোজ্য ক্ষেত্রে) স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সনাতন পদ্ধতিতে শিক্ষার কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য হবে না ও স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সক্রিয় শিক্ষক হিসেবে পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ৭ বছর, এমফিল বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ৯ বছর এবং সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ছয়টি প্রকাশনা থাকতে হবে। তার মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম তিনটি প্রকাশনা, যার মধ্যে ফার্স্ট অথর বা করেসপন্ডিং অথর হিসেবে ন্যূনতম দুইটি প্রকাশনা থাকতে হবে। মোট প্রকাশনার ন্যূনতম একটি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর/ইনডেক্সড জার্নালে প্রকাশিত হতে হবে।

বেতন গ্রেড ৪ অনুযায়ী ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা। আবেদন ফি ৬০০ টাকা। যোগ্য প্রার্থীকে নিজ হাতে পূরণকৃত আট সেট আবেদনপত্র আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ‘রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬’ ঠিকানায় ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদন ফরম ও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত