Ajker Patrika

সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৪: ৫১
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকে

বাংলাদেশ সেনাবাহিনী ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীরা প্রশিক্ষণ শেষে কমিশন্ড অফিসার (সেকেন্ড লেফটেন্যান্ট) হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। যোগ্যতা পূরণ সাপেক্ষে নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১২ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের সংখ্যা: অনির্ধারিত
আবেদনের প্রক্রিয়া: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: joinbangladesharmy.army.mil.bd
যোগ্যতা: মাধ্যমিক/উচ্চমাধ্যমিক ডিগ্রি। 
প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর। 
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। 

প্রার্থীকে আবেদন ফি বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। এই টাকা ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ/ভিসা কার্ড/মাস্টারকার্ড/বিকাশ/নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে প্রদান করা যাবে। 

পরীক্ষার তারিখ ও কেন্দ্র
প্রাথমিক নির্বাচনী: (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ১৬ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ২৭ অক্টোবর তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। 

লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ আগামী ১৭ ডিসেম্বর, ২০২২। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

বিএমএ প্রশিক্ষণ
১. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে ৩ বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। 
২. ৩ বছর বিএমএতে প্রশিক্ষণের সময় স্নাতক ডিগ্রি সম্পন্ন করবেন (ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন সিকিউরিটি স্টাডিস)। 
৩. প্রশিক্ষণ শেষে কন্ডিশন অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন (সেকেন্ড লেফটেন্যান্ট)। 

প্রাপ্ত সুযোগ-সুবিধা
বেতন-ভাতার পাশাপাশি বিদেশে প্রশিক্ষণ গ্রহণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে এসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত