Ajker Patrika

৩১ পদে নিয়োগ দেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 

৩১ পদে নিয়োগ দেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 

ভূমি মন্ত্রণালয়ের আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পটিতে ৪ ক্যাটাগরির পদে ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: ১টি।
মাসিক বেতন: গ্রেড-৯ ।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: হিসাব সহকারী
পদের সংখ্যা: ১টি।
মাসিক বেতন: গ্রেড-১৬ অনুযায়ী।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনা ও হিসাবরক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২টি।
মাসিক বেতন: গ্রেড-১৬ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যা: ২৭টি।
মাসিক বেতন: গ্রেড-১৬ অনুযায়ী।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ গতি থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স ৩০ এপ্রিল ২০২৩ তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এ ছাড়া ২০২০ সালের ২৫ মার্চ কোনো প্রার্থীর বয়স সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে সে/তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ নম্বর ক্রমিকে পদের জন্য ৬৬৭ টাকা এবং ২ থেকে ৪ নম্বর ক্রমিকের পদের জন্য ২২৩ টাকা।

আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত