Ajker Patrika

পুলিশ ট্রেনিং সেন্টারে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
পুলিশ ট্রেনিং সেন্টারে চাকরির সুযোগ

সম্প্রতি পুলিশ ট্রেনিং সেন্টারের টাঙ্গাইল কার্যালয়ের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের দুটি পদে ৪ জনকে নিয়োগ দেবে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) যা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

বয়সসীমা: ১৮ বছর থেকে অনূর্ধ্ব ৩০ বছর (মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর)।

আবেদনের শর্তাবলি: আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট চাকরির আবেদন ফরম স্বহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরমে আবেদন ছাড়া সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট চাকরির আবেদন ফরমটি বাংলাদেশ পুলিশে ওয়েবসাইটে (www.police.gov.bd), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত