Ajker Patrika

মৎস্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা শুরু ২২ অক্টোবর

চাকরি ডেস্ক
মৎস্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা শুরু ২২ অক্টোবর

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। অধিদপ্তরের উপপরিচালক এস এম রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: নকশাকার, তথ্য সংগ্রহ সহকারী, সিনিয়র ফটো আর্টিস্ট, মেকানিক, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, পশু অ্যাটেনডেন্ট, চেক হ্যান্ড (উচ্চ স্কেল), ক্যাশ পিওন, মিউজিয়াম অ্যাটেনডেন্ট, হ্যাচারি টেকনিশিয়ান, ফটোকপি অপারেটর, হ্যাচারি অ্যাটেনডেন্ট, ওয়াচম্যান, স্টোরকিপার, নিরাপত্তাপ্রহরী, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সুইপার কাম লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, পুকুরপ্রহরী, ফিশারম্যান কাম গার্ড ও অফিস সহায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের ২৩ ধরনের পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সূচি অনুযায়ী মৎস্য ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিটি পদে ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত